lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
শনিবার, ৫ এপ্রিল, ২০২৫
Last Updated 2025-04-05T15:47:17Z
মৃত্যুসড়ক দুর্ঘটনা

দেওয়ানগঞ্জে মেয়ের বাড়ি থেকে ফেরার পথে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল বাবার

Advertisement


 


মহসিন রেজা রুমেল, দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি :

জামালপুরের দেওয়ানগঞ্জে মেয়ের বাড়ি থেকে ফেরার পথে মোটরসাইকেলের ধাক্কায় আবু বক্কর সিদ্দিক (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। 

শনিবার (৫ এপ্রিল) বিকাল ৪ টার দিকে সানান্দবাড়ী দেওয়ানগঞ্জ সড়কের বাহাদুরাবাদ বাজার এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি নাজমুল হাসান। 

 আবু বক্কর সিদ্দিক বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের কামালের বার্ত্তী গ্রামের বাসিন্দা, তিনি একই এলাকার মৃত আইজুদ্দিনের ছেলে। 

স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে,  শনিবার বিকালে মেয়ের বাড়ি বাহাদুরাবাদ থেকে নিজ বাড়ি ফিরছিলেন আবু বক্কর। বাহাদুরাবাদ বাজারে ব্যাটারি চালাতি অটো রিকশায় উঠতে সড়ক পার হওয়ার সময় দেওয়ানগঞ্জ গামী একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে গুরতর আহত হন তিনি। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।  

দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) নাজমুল হাসান জানান, এ বিষয়ে এখনো কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে ।