Advertisement
ওবাইদুর রহমান নয়ন, টেকনাফ:
কক্সবাজারে রাখাইন সম্প্রদায়ের মহা সাংগ্রেং পোয়ে অর্থাৎ জলকেলি উৎসবে ৫ সাংবাদিকদের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দোষীদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে সাংবাদিক সংসদ কক্সবাজার (সসক)।
বৃহস্পতিবার ( ১৭ এপ্রিল ২০২৫ ইং) সভাপতি আজিজ রাসেল ও সাধারণ সম্পাদক বলরাম দাশ অনুপম স্বাক্ষরিত এক বিবৃতিতে এ দাবি জানায় সংগঠনটি।
সাংবাদিক সংসদ কক্সবাজারের সভাপতি আজিজ রাসেল জানান, পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের উপর অতর্কিত হামলার ঘটনায় গভীরভাবে উদ্বিগ্ন। আমরা মনে করি, এতে সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করার পরিবেশ বিনষ্ট হচ্ছে। এ ঘটনার সাথে দায়ী ব্যক্তিদের দ্রুততম সময়ে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করছি।
এছাড়াও সংগঠনটি বিবৃতিতে বলছে, অপরাধীদের শাস্তি না হওয়ায় সাংবাদিকদের ওপর হামলা প্রতিষ্ঠিত এক সংস্কৃতিতে রূপ নিয়েছে। যা একটি গণতান্ত্রিক ও স্বাধীন দেশ এবং এর জাতির জন্য দুর্ভাগ্যের।
উল্লেখ্য,বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বিকেলে শহরের বৌদ্ধমন্দির সড়কের পাশে কেয়াং পাড়া কেন্দ্রে পেশাগত দায়িত্ব পালন করছিলেন সংবাদকর্মীরা। এসময় কিছু যুবক সংবাদ কাভার করা যাবে না এমন অজুহাতে অতর্কিত অবস্থায় হামলা চালায়।