Advertisement
বরগুনা প্রতিনিধি:
বরগুনার আমতলীতে নেশার টাকা না পেয়ে মাদকাশাক্ত স্বামী সাইদুর রহমান মৃধা স্ত্রী পলি বেগমকে (৪৫) কুপিয়ে জখম করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনা ঘটেছে আমতলী উপজেলার দক্ষিণ টেপুড়া গ্রামের শুক্রবার বিকেলে।
জানাগেছে, আমতলী উপজেলার দক্ষিণ টেপুড়া গ্রামের আবুল হাসেম মৃধার ছেলে সাইদুর রহমান মৃধা সরকারী হাসপাতালে অফিস সহায়ক হিসেবে চাকুরী করতো। চাকুরীরত অবস্থায় নেশা সেবনে জড়িয়ে পড়েন। ২০২০ সালে চাকুরী থেকে তিনি অবসরে যান। গত ২০ বছর ধরে তিনি মাদক সেবক করেন। মাদক সেবনের টাকা না পেয়েই স্ত্রী পলি বেগমের ওপর নির্যাতন চালায় এমন অভিযোগ স্থানীয়দের। শুক্রবার বিকেলে স্ত্রীর কাছে মাদক সেবনের টাকা দাবী করেন সাইদুর রহমান। স্ত্রী টাকা দিতে রাজি না হওয়ায় তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। পরে স্বজনরা তাকে উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। ওই হাসপাতালের চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরন করেছেন। ওইদিন রাতে তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মাদকাশাক্ত সাইদুর রহমানের চাচাতো ভাই মোঃ জসিম মৃধা বলেন, সাইদুর রহমান গত ২০ বছর ধরে মাদক সেবন করে আসছে। মাদকের টাকা না পেলে স্ত্রীর ওপর অমানষিক নির্যাতন চালাতো। শুক্রবার বিকেলে মাদক সেবনের টাকা চায় স্ত্রীর কাছে। স্ত্রী টাকা দিতে রাজি না হওয়ায় তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেছে।
সাইদুর রহমানের ছেলে আসাদুর রহমান মৃধা বলেন, মাকে বাবা কুপিয়ে গুরুতর জখম করেছে। মাকে বরিশাল শেবাচিম হাসপাত লে ভর্তি করেছি।
আমতলী থানার ওসি মোঃ আরিফুল ইসলাম আরিফ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।