Advertisement
আল আমিন হোসেন, পাবিপ্রবি:
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে গুচ্ছভুক্ত সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ‘সি’ ইউনিট তথা বাণিজ্য বিভাগের ভর্তি পরীক্ষা।
শুক্রবার সকাল ১১টায় পরীক্ষা শুরু হলেও শিক্ষার্থীদের সকাল ১০টা থেকেই হলে প্রবেশের সুযোগ দেওয়া হয়। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিত করতে মোতায়েন ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এছাড়া শিক্ষার্থীদের সহযোগিতায় কাজ করেছে রোভার স্কাউট।
এছাড়াও বিভিন্ন সেচ্ছাসেবী ও ছাত্র সংগঠন উল্লেখযোগ্য সংগঠনের মধ্যে ছিল জাতীয়তাবাদী ছাত্রদল বাংলাদেশ, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির পাবনা শহর, গ্রিন ভয়েস এবং বিভিন্ন জেলা ছাত্র সমিতি অভিভাবকদের বিশ্রামের ব্যবস্থা করেন এবং শিক্ষার্থীদের সহযোগিতায় কাজ করেন।
পাবিপ্রবি প্রশাসনের উদ্দোগে অভিভাবকদের জন্য বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে ছিল আলাদা বিশ্রাম ব্যবস্থাও।
পরীক্ষা চলাকালীন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবদুল আওয়াল অভিভাবকদের সঙ্গে মতবিনিময় করেন এবং উপ-উপাচার্য অধ্যাপক ড. নজরুল ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. শামীম আহসান, প্রক্টর, ছাত্র উপদেষ্টা ও বিভিন্ন অনুষদের ডিনদের সঙ্গে নিয়ে পরীক্ষা কেন্দ্রের বিভিন্ন হল ঘুরে দেখেন।
পরিদর্শন শেষে উপাচার্য এক প্রেস ব্রিফিংয়ে জানান, “এ বছর গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোতে সারাদেশে প্রায় ২৩ হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করছে। পাবিপ্রবি কেন্দ্রে অংশ নিচ্ছে ১,১৮২ জন পরীক্ষার্থী। আমরা কন্ট্রোল রুম ও পরীক্ষার কক্ষসমূহ পরিদর্শন করেছি। এখন পর্যন্ত অত্যন্ত সুষ্ঠু পরিবেশে পরীক্ষা সম্পন্ন হচ্ছে। উপস্থিতির হার ছিল ৯০ থেকে ৯৫ শতাংশের মধ্যে।”
পরীক্ষা শেষে শিক্ষার্থীরা জানান অত্যন্ত সুন্দরভাবে তারা পরীক্ষা সম্পন্ন করেছে এবং প্রশ্ন তুলনামূলক স্টান্ডার্ড ছিলো।
বিশ্ববিদ্যালয় প্রশাসন, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, স্বেচ্ছাসেবক ও সংশ্লিষ্ট সকলের সম্মিলিত প্রচেষ্টায় ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।