Advertisement
আশরাফুল ইসলাম, গাইবান্ধা ::
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে ৩ এপ্রিল বৃহস্পতিবার বিকেলে পৌর শহরের জেলা বিএনপি কার্যালয়ে এক প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে।
এ সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক। প্রতিনিধি সভায় জেলা ও উপজেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট এর গাইবান্ধা জেলা আহবায়ক বিপুল কুমার দাসের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের বিভাগীয় সাংগঠনিক সত্যজিৎ কুমার কুন্ডু। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন নবী টিটুল, সহ-সভাপতি শহীদুজ্জামান শহীদ, সহ-সভাপতি আব্দুল আউয়াল আরজু ও নাহিদুজ্জামান নিশাদ সহ বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। বক্তারা সংগঠনকে শক্তিশালী করার জন্য সার্বিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন।