Advertisement
আশরাফুল ইসলাম, গাইবান্ধা ::
গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলা শাখার উদ্যোগে একযোগে পলাশবাড়ী উপজেলার ৮ টি ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের নেতৃবন্দকে নিয়ে উপজেলা স্বেচ্ছাসেবক দলের ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত হয়েছে।
৩ এপ্রিল বৃহস্পতিবার পলাশবাড়ী পৌর শহরের মহিলা ফাজিল ডিগ্রী মাদ্রাসা মাঠে এ ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত হয়।
পলাশবাড়ী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মমিনুল ইসলাম মমিন মন্ডলের সভাপতিত্বে ও সদস্য সচিব শরিফুল ইসলাম লিফেজ এর পরিচালনায় এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন আহবায়ক সোয়েব হক্কানি,জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য ফুল মিয়া টেটন, মিল্লাত সরকার মিলন,সিনিয়র যুগ্ন আহবায়ক শরিফুল ইসলাম শরীফ, যুগ্ন আহবায়ক ফিরোজ কবির, আশরাফুল ইসলাম, আরিফ মুন্সি,উপজেলা স্বেচ্ছা সেবক দলের সদস্য জাকিরুল মন্ডল,এপ্রিল মন্ডল, হামিদুল ইসলাম,নাজমুল ইসলামসহ অন্যান্যরা। এসময় ইউনিয়ন স্বেচ্ছা সেবকদলের আহবায়ক ও সদস্য সচিবসহ কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।