lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বুধবার, ২ এপ্রিল, ২০২৫
Last Updated 2025-04-02T15:01:47Z
আইন ও অপরাধ

শত্রুতার জেরে পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ

Advertisement


 


বরগুনা প্রতিনিধি:

আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়নের ফকির খালী গ্রামে পূর্ব শত্রুতার জেরে পুকুরে বিষ ঢেলে পঞ্চাশ হাজার টাকার মাছ নিধনের অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে।


মঙ্গলবার (১ মার্চ) রাতে ভুক্তভোগী দুই ভাই মোঃ দুলাল মুন্সি ও ফারুক মুন্সির পুকুরে প্রতিবেশী মোঃ মহাসিন মৃধা ও-ই পুকুরে বিষ ঢেলে দিয়ে মাছগুলো নিধন করেছেন বলে অভিযোগ ভুক্তভোগী দুই ভাইয়ের। এতে তাদের প্রায় আনুমানিক ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে জানান ভুক্তভোগী দুই ভাই।


খোঁজ নিয়ে জানা গেছে, ২০২২ সালে মোঃ মতি পঞ্চায়েত এর কাছ থেকে দুলাল মুন্সি ও ফারুক মুন্সি পুকুর সহ ৭৪.৫ শতাংশ জমি ক্রয় করেন। ক্রয়কৃত ও-ই পুকুরে গত তিন বছর ধরে রুই, কাতলা, চাইনিজ পুটি,পাঙ্গাসসহ বিভিন্ন ধরনের মাছ চাষ করে আসছেন তারা। কিছুদিনের মধ্যে মাছগুলো বিক্রি করার কথা ছিল। প্রতিপক্ষের লোকজন রাতে বিষ দিয়ে পুকুরের মাছগুলো মেরে ফেলেছে। এতে তাদের প্রায় আনুমানিক ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন তারা।


ক্ষতিগ্রস্ত মৎস্যচাষী মোঃ দুলাল মুন্সি ও ফারুক মুন্সির অভিযোগ, মতি পঞ্চায়েত এর কাছ থেকে ক্রয়কৃত জমিতে থাকা পুকুরের পাড়া নিয়ে প্রতিবেশী মহসিন মৃধার সাথে পূর্ব শত্রুতা ছিল। এর জের ধরে পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধন করা হয়েছে। পুকুরে বিষ প্রয়োগ করে চলে যাওয়ার সময় প্রতিবেশী আবুল হোসেন তাকে  চিনে ফেলে।


প্রতিবেশী আবুল হোসেন বলেন, মঙ্গলবার রাতে গোজখালী বাজার থেকে বাড়ি ফেরার পথে মহসিন মৃধাকে ও-ই পুকুরের পাড়ে দেখেছি। আমার উপস্থিতি টের পেয়ে দ্রুত সটকে পড়ে। 


অভিযোগের বিষয়ে জানতে চাইলে মোঃ মহসিন মৃধা বলেন, 'আমরি এই কাজ করিনি। আমি করলাম নাকি তৃতীয় পক্ষ করল, তদন্ত করে দেখেন বেরিয়ে যাবে।'


আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আরিফুর রহমান আরিফ বলেন, ক্ষতিগ্রস্ত মৎস্যচাষী লিখিত অভিযোগ দিলে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।