lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫
Last Updated 2025-04-11T09:21:42Z
জাতীয়

সরকারি টাকায় ভোগান্তির প্রকল্প,দায় এড়াচ্ছে সংশ্লিষ্টরা!বাজারে জলাবদ্ধতায় ব্যবসায়ীদের ক্ষোভ,জনদুর্ভোগ চরমে

Advertisement


 

নাটোর জেলা প্রতিনিধিঃ 

নাটোরের লালপুর উপজেলার সবচেয়ে বড় ও গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র লালপুর বাজারে নতুন করে নির্মিত ড্রেন ঘিরে তৈরি হয়েছে তীব্র জনদুর্ভোগ। সামান্য বৃষ্টিতেই বাজারজুড়ে দেখা দিয়েছে জলাবদ্ধতা, যেখানে পানি নিষ্কাশনের জন্য ব্যবহার করতে হচ্ছে জল মটর।


সরেজমিনে শুক্রবার (১১ এপ্রিল) বাজার এলাকা ঘুরে দেখা গেছে, রাস্তার ওপর দিয়ে নির্মিত ড্রেন থেকে পানি অপসারণ প্রায় অসম্ভব হয়ে পড়েছে। ফলে বাজারে আসা সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা চরম দুর্ভোগ পোহাচ্ছেন।


বাজারের একজন দোকানি সেলিম বলেন, “সরকারি কাজে অনিয়মের কথা আগে শুনতাম, এখন চোখের সামনে দেখছি। কীভাবে রাস্তার ওপর ড্রেন নির্মাণ হলো, বুঝতে পারছি না। "


স্থানীয় ব্যবসায়ী সুজন মাহমুদ জানান, “এভাবে ড্রেন নির্মাণ করা হয়েছে যে, এতে কখনোই পানি নিষ্কাশন সম্ভব নয়। এখনই এই সমস্যা চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নিতে হবে।”


বাজার করতে আসা নাজমা বেগম বলেন, “আগে কোনোভাবে পানি বের হয়ে যেত। এখন ড্রেন হওয়ার পরও মোটর দিয়ে পানি ছাঁকতে  হচ্ছে। এটা কী ধরনের ড্রেন বুঝি না!”


লালপুর বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মাজদার হোসেন বলেন, “উপজেলা থেকে আমাদের কিছু জানানো হয়নি। তারা নিজেরা সিদ্ধান্ত নিয়ে কাজ করে, আমাদের মতামত নেয় না।”


তবে এ বিষয়ে জানতে চাইলে উপজেলা প্রকৌশলী সাজেদুল ইসলাম বলেন, “ড্রেনটি সঠিকভবে  যথাযথ নিয়ম মেনেই নির্মাণ করা হয়েছে।”


স্থানীয়দের অভিযোগ, প্রকল্পে প্রকৌশলগত ত্রুটি এবং পরিকল্পনার অভাব থাকায় বাজার এলাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। তারা দ্রুত পুনঃমূল্যায়ন ও কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন।