lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫
Last Updated 2025-04-10T10:42:56Z
রাজনীতি

শ্রীমঙ্গলে বিএনপি'র উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

Advertisement


 

ইসমাইল মাহমুদ, মৌলভীবাজার:

"যেথায় থাকুক যে যেখানে, বাঁধন আছে প্রাণে প্রাণে" এ প্রতিপাদ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, অঙ্গ সংগঠনের প্রায় পাঁচ হাজার নেতাকর্মীদের উপস্থিতিতে ঈদ পূনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৯ এপ্রিল) রাতে লেমন গার্ডেন রিসোর্টে আয়োজিত উক্ত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক ও মৌলভীবাজার পৌরসভার সাবেক মেয়র ফয়জুল করিম ময়ূন। 

জেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য,  শ্রীমঙ্গল পৌরসভার সাবেক মেয়র ও ন্যাশনাল টি কোম্পানির পরিচালক মো. মহসিন মিয়া মধুর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য রুয়েল আহমদ ও জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন উজ্জ্বল। অনুষ্ঠানে শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলার পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ড ও  বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে নৈশভোজ ও আদিবাসী জনগোষ্ঠীর পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।