lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫
Last Updated 2025-04-27T07:11:45Z
আবওহাওয়া

মধ্যরাতে ভয়াবহ ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড দোয়ারাবাজার

Advertisement


 

 দোয়ারাবাজার উপজেলা প্রতিনিধিঃ

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় শনিবার দিবাগত মধ্যরাতে ভয়াবহ ঘূর্ণিঝড়ের তাণ্ডবে বিভিন্ন এলাকায় বাড়িঘর বিধ্বস্তসহ সবকিছুই লণ্ডভণ্ড হয়েগেছে। আধ-ঘণ্টাব্যাপী চলা এই ঘূর্ণিঝড়ে প্রচুর গাছপালা ও বৈদ্যুতিক খুঁটি উপড়ে পড়েছে। এতে উপজেলা সদরসহ আশপাশের এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং উঠতি বোরো ফসল ও বাড়িঘরের ব্যাপক ক্ষয়ক্ষতি সাধিত হয়। মধ্যরাতে চারিদিকে সুরচিৎকার শোনা গেছে। ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে বসত ঘরের টিনের চালা উড়ে যাওয়ায় অনেকে খোলা আকাশের নীচে রাত কাটিয়েছেন।


অন্যদিকো মধ্যে রাতে আকষ্মিক ঘূর্ণিঝড়ে উপজেলার সুরমা ইউনিয়ন এর   বরকত নগর বন্দের বাড়ি,গোজাউড়া, খাগুরা, জিয়াপুর , মিরপুর  উমরপুর সহ,  টেবলাই, মাইজখলা, বড়বন্দসহ অন্যান্য ইউনিয়নের বিভিন্ন এলাকায় অসংখ্য কাঁচা ও টিনের বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। বিশেষ করে সুরমা ইউনিয়নের  বরকত নগর  গ্রামে প্রচুর বাড়িঘর ভেঙে পড়ে। এ ছাড়া উপজেলার অন্তত ৫০টি গ্রামে প্রচুর গাছ এবং বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়েছে এবং বসতঘর বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া গেছে। এসব এলাকায় ঝড় শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই বিদ্যুৎ চলে যায়। এতে অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে উপজেলা সদরসহ আশপাশের এলাকা। ঝড় ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পাকা বোরো ফসলের।