lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫
Last Updated 2025-04-27T02:41:32Z
আইন ও অপরাধ

বাঘায় হ্যাকার ও নেশাখোরদের আঘাতে আহত -০১

Advertisement


 ‎

‎বাঘা(রাজশাহী) প্রতিনিধিঃরাজশাহীর বাঘা উপজেলা গড়গড়ী ইউনিয়নের খানপুর এলাকায় হ্যাকার ও মাদকসেবন কারিদের রড ও জিআই পাইবের আঘাতে আঃমালেক নামের একজন গুরুতর আহতের ঘটনা ঘটেছে।

‎শনিবার (২৬ এপ্রিল) বেলা ৩ টার দিকে খানপুর আখ সেন্টারের মাঠে কথা কাটাকাটির এক পর্যায়ে এ ঘটনা ঘটেছে।

‎ঘটনা সুত্রে জানা যায়,ঘটনার স্থলে উভয়পক্ষে বসত বাড়ী।সেখানে মোঃইস্ররাইল হোসেন(৬৫) এর ছোট দোকান ঘর রয়েছে। দুপুর ১ টার দিকে ইস্ররাইল হোসেন এর ছোট দোকানে আঃ মজিদ সিগারেট নিয়ে টাকা না দিয়ে বাকবিতন্ডায় জড়ায়।পরে বেলা ৩ টার এ ঘটনার রেশ ধরে আঃমজিদ (৩৭) বৃদ্ধ মোঃইস্ররাইল(৬৫) এর দাঁড়ি ধরে টান দিয়ে আঘাত করে। এবং পেঁয়ারা গাছের ডাল দিয়ে মারধর করে বলে দাবি করেন বৃদ্ধের বড় ছেলে রাকিবুল ইসলাম। 

‎আহত আঃমালেক এর বড় ভাই রাকিবুল ইসলাম জানান,ঘটনার সময় আমার ভাই আঃমালেক মাঠ থেকে গরুর জন্য ঘাস খড় নিয়ে বাড়ীতে আসছিলো।।বাবাকে মারধরের ঘটনা নিজ চোখে দেখে দৌড়ে যায় বাবা কে উদ্ধার করতে। আঃমজিদের ছেলেসহ লোকজন লোহার রড ও জিআই পাইব দিয়ে এলোপাতারি আঘাত করে।পরে স্থানীয়রা উদ্ধার করে বাঘা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা জন্য নিয়ে আসে।আহত আঃ মালেক এর শরীরের বিভিন্ন জায়গাতে ৭টি সেলাই দেওয়া হয়েছে বলে জানা যায় কর্তব্যরত চিকিৎসক । বর্তমানে তিনি বাঘা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

‎নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একজন নাগরিক বলেন,মজিদের ছেলে ও ভাতিজারা এলাকায় উগ্রও বিশৃঙ্খলা করে বেড়ায়। হ্যাকার ও মাদক সেবন করে চলে তাদের দিন। বিভিন্ন এলাকার ছেলেরা মোটরসাইকেল যোগে তাদের বাড়ীতে প্রায় সময় আনাগোনা করতে দেখা যায়। ইতি পূর্বে পুলিশ এদের কয়েক জনকে একাধিক বার আটক করে কিন্তু টাকা জোরে ছাড় পায় তারা।

‎আহত আঃমালেক এর বড়ভাই মোঃ রাকিবুল ইসলাম বাদি হয়ে বাঘা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

‎অভিযোগ সূত্রে, বিবাদী আঃ মজিদ পিতা খেদু, হাসান ও মুস্তাক উভয় পিতা আঃমজিদ,,মেহেদী পিতা বারিখ,উজ্জল পিতা আশসোব,রিপন পিতা আজিজ,সোহান পিতা আমজাদ হোসেন। সকলের বাড়ী গড়গড়ী ইউনিয়নের খানপুর গ্রামে। 

‎বাঘা থানা ওসি (তদন্ত)সুপ্রভাত মন্ডল বলেন,গড়গড়ী খানপুর এলাকার মারামারি ঘটনায় রাকিবুল ইসলাম বাদি হয়ে একটি অভিযোগ দিয়েছে।তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।