lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫
Last Updated 2025-04-17T08:10:21Z
ব্রেকিং নিউজ

গাজীপুরে বিএনপি নেতার অশ্লীল ভিডিও ভাইরাল, নিন্দার ঝড়

Advertisement


 


গাজীপুর প্রতিনিধি: গাজীপুরে বিএনপি নেতার কয়েকটি অশ্লীল ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি প্রকাশ হওয়ার পর গাজীপুরে সমালোচনা এবং নিন্দার ঝড় উঠেছে স্থানীয় ও দলীয় নেতাকর্মীদের মাঝে। 


সম্প্রতি একটি জাতীয় দৈনিকের লিড নিউজে ছাপা হওয়া 'ক্লিন ইমেজের প্রার্থী খুঁজছে বিএনপি' নিউজের কাটিংয়ের সঙ্গে মনিরুল ইসলাম মনির নিজের ছবি জুড়ে দিয়ে ফেসবুকে শেয়ার করেছিলেন। এখন তার অশ্লীল ভিডিও ভাইরাল হয়ে গেলে অনেকেই ব্যঙ্গ করে দুটি ছবি শেয়ার করে বলছেন এই হলো বাসন থানা বিএনপি নেতার ক্লিন ইমেজের নমুনা। ভাইরাল হওয়া ভিডিওগুলোতে তাকে বস্ত্রহীন এবং আপত্তিকর অবস্থায় দেখা গেছে।


জানা যায়, বাসন থানা বিএনপির সাধারণ মনিরুল ইসলাম মনির ইসলাম মনিরের কয়েকটি অশ্লীল ভিডিও ক্লিপ পোষ্ট করেন গাজীপুর ক্রাইম নামে একটি ফেসবুক আইডি। যেখানে একটি ভিডিও একটি ছবি এক সাথে পোষ্ট করে ক্যাপশন দিয়েছেন, বাসন থানা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির এর অবস্থা, এক তরুণীকে জোর পর্ব উঠিয়ে নিয়ে, মনির জোরপূর্বক ধর্ষণ করে। বাসন থানা বিএনপির সাধারণ সম্পাদক মনিরের দ্রুত বহিষ্কারের দাবি করছি। এবং গ্রেপ্তারের দাবি করছি।


এ দিকে ভাইরাল হওয়া ভিডিওটি সুপার এডিট করা দাবি করে মনিরুল ইসলাম মনির জানান, ভিডিওটি তিনি দেখেছেন কিন্তু এগুলো কীভাবে তার হতে পারে তা তিনি বুঝতে পারছেন না। এমন ভিডিও তার বলে মনে পড়ে না। তার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র হচ্ছে বলেও তিনি দাবি করেন।


গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার বলেন, ভিডিওটি আমি কিছুক্ষণ আগে দেখেছি। থানা বিএনপির দায়িত্বশীল পদে থেকে এমন কাজে জড়িত হতে পারে বিষয়টি আমার বিশ্বাস হচ্ছে না। কি বলব আমি খুবই লজ্জিত। আশা করি দলের হাইকমান্ড বিষয়টি দেখবেন। তারা যে নির্দেশনা দিবে আমরাও সে অনুযায়ী ব্যবস্থা নেব।'