lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫
Last Updated 2025-04-03T09:27:36Z
সড়ক দুর্ঘটনা

শার্শায় মোটরসাইকেল প্রাইভেটকার সংঘর্ষে দুই যুবক নিহত

Advertisement


 


বেনাপোল প্রতিনিধিঃ

যশোরের শার্শায় মোটরসাইকেল প্রাইভেটকারের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী রাসেল (২০) ও জাহিদ (২২) নামে দুই যুবক নিহত হয়েছেন। 



বুধবার (২ এপ্রিল) রাত সাড়ে ১০ টার দিকে যশোর- বেনাপোল মহাসড়কের শার্শার মিনি স্টেডিয়ামের সামনে এ দুর্ঘটনাটি ঘটে।



নিহত রাসেল শার্শার নাভারন বৃত্তিবারিপোতা গ্রামের খলিলুর রহমানের ছেলে ও জাহিদ একই গ্রামের বিল্লাল হোসেনের ছেলে।


প্রত্যক্ষদর্শীরা জানান, নিহতরা বাসা থেকে দ্রুত গতিতে মোটরসাইকেল চালিয়ে বেনাপোল পৌর গেটে যাচ্ছিলো । পতিমধ্যে এসময় শার্শার মিনি স্টেডিয়ামের সামনে পৌছালে বিপরীত দিক থেকে আসা প্রাইভেটকারের সঙ্গে সংঘর্ষে ঘটনাস্থলে রাসেল ও জাহিদ নামে দুই যুবক নিহত হন। 



 এ ব্যাপারে নাভারণ হাইওয়ে থানার অফিসার্স ইনাচার্জ(ওসি)রোকনুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,নিহত মোটরসাইকেল আরোহী দুই যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।পালিয়ে যাওয়া ঘাতক প্রাইভেটকারটি আটকের চেষ্টা চলছে।এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে তিনি জানান।