lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫
Last Updated 2025-04-14T07:45:40Z
বাংলা নববর্ষ

পাবিপ্রবিতে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপিত হয়েছে বর্ণাঢ্য আয়োজনে

Advertisement


 

আল আমিন হোসেন, পাবিপ্রবি:

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন করা হয়েছে নানা আয়োজনে ও উৎসবমুখর পরিবেশে। দিনব্যাপী এ আয়োজনে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিভাগ একটি করে স্টল স্থাপন করে। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারী, ছাত্র ও ছাত্রী হল এবং পাবিপ্রবি প্রেসক্লাবের পক্ষ থেকেও স্টল স্থাপন করা হয়।


দিনের শুরুতে একটি বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয় যেখানে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। র‍্যালি শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবদুল আওয়াল, উপ-উপাচার্য অধ্যাপক ড. নজরুল ইসলাম এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. শামীম আহসানসহ বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ স্টলসমূহ পরিদর্শন করেন।


পরে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা চত্বরে অনুষ্ঠিত হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানের শুরুতে বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. আবদুল আওয়াল সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানান। তিনি বলেন, “বাঙালি সংস্কৃতিকে আমাদের হৃদয়ে ধারণ করতে হবে এবং নতুন বছরে এই ঐতিহ্যকে আরও প্রাণবন্তভাবে উদযাপন করতে হবে।”


উপ-উপাচার্য অধ্যাপক ড. নজরুল ইসলাম বলেন, “বিশ্ববিদ্যালয়ে এভাবেই প্রতিবছর বাংলা নববর্ষকে বরণ করে নেওয়া উচিত। এবারের ডিপার্টমেন্টগুলোর স্টল অত্যন্ত সুসজ্জিত ও দৃষ্টিনন্দন ছিল। ভবিষ্যতে যদি সুন্দর স্টল তৈরির জন্য পুরস্কারের ব্যবস্থা করা যায়, তাহলে প্রতিযোগিতা তৈরি হবে এবং স্টলগুলো আরও চমৎকার হবে।”


অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় পরিবারসহ বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। আনন্দ ও উৎসবের মধ্য দিয়ে শেষ হয় বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপনের এ আয়োজন।