Advertisement
দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি:
রাজশাহীর দুর্গাপুরে কথিত সাংবাদিকের চাঁদাবাজি এবং বিএনপির বিরুদ্ধে মিথ্যা প্রচারের অভিযোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনসমূহ।
রোববার (২৭ এপ্রিল) বিকেলে দুর্গাপুর ফাজিল ডিগ্রি মাদ্রাসা থেকে মিছিলটি বের হয়ে পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা জিয়া চত্বরে গিয়ে প্রতিবাদ সভায় মিলিত হয়।
সভায় উপজেলা বিএনপির আহ্বায়ক কামারুজ্জামান আয়নালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য ও দুর্গাপুর পৌরসভার সাবেক মেয়র সাইদুর রহমান মন্টু।
তিনি বলেন, “সরকারি দোসররা অস্ত্রবাজি, দখলবাজি ও চাঁদাবাজিতে জড়িয়ে পড়েছে। এমনকি সাংবাদিকতার মতো মহান পেশাকে আড়াল করে এলাকায় অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা চলছে। কথিত সাংবাদিক শাহাবুদ্দিন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। সেই পরিচয়ে সাংবাদিকতার আড়ালে দীর্ঘদিন ধরে সাধারণ মানুষকে হয়রানি ও চাঁদাবাজি করে আসছেন। এখন তিনি বিএনপির বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট প্রচার চালাচ্ছেন।”
তিনি আরও বলেন, “সম্প্রতি এলাকাবাসীর হাতে শাহাবুদ্দিন গণধোলাইয়ের শিকার হয়েছেন। তাকে যেখানে পাওয়া যাবে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেওয়ার আহ্বান জানাই।”
সভায় আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইমাম হাসান ফারুক সুমন, সদস্য সচিব অধ্যাপক জুবায়েদ হোসেন, পৌর বিএনপির সভাপতি আজিজ মন্ডল, আহ্বায়ক মো. হাসানুজ্জামান লাল্টু, সদস্য সচিব হাসান রেজাউল করিম স্বপন, সাধারণ সম্পাদক রফিক মন্ডলসহ বিএনপি, যুবদল, কৃষকদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ।
প্রসঙ্গত, গত শনিবার বিকেলে উপজেলার নারায়ণপুর এলাকায় কথিত সাংবাদিক শাহাবুদ্দিন স্থানীয় জনতার গণধোলাইয়ের শিকার হন। এলাকাবাসীর অভিযোগ, তিনি দীর্ঘদিন ধরে সাংবাদিক পরিচয়ে হয়রানি ও চাঁদাবাজিতে লিপ্ত ছিলেন।