lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫
Last Updated 2025-04-22T12:01:02Z
ব্রেকিং নিউজ

মৌলভীবাজারে ধান কাটার সময় বজ্রপাতে একজন নিহত, একই পরিবারের তিনজন আহত

Advertisement


 


ইসমাইল মাহমুদ, মৌলভীবাজার:

মৌলভীবাজার সদর উপজেলার ৫ নম্বর আখাইলকুড়া ইউনিয়নের পাগুরিয়া গ্রামে বোরো ধান কাটতে গিয়ে বজ্রপাতে মিলাদ মিয়া (২৮) নামের এক কৃষক নিহত ও তার বাবা, ছোট ভাইসহ তিনজন আহত হয়েছেন। মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুরে এ ঘটনাটি ঘটে। নিহত মিলাদ মিয়া ৫ নম্বর আখাইলকুড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পাগুরিয়া গ্রামের তাজ উদ্দিনের ছেলে। 

স্থানীয় ও হাসপাতাল সূত্র জানায়, মঙ্গলবার (২২ এপ্রিল) সকালে নিহত মিলাদ মিয়াসহ তার পরিবারের কয়েকজন সদস্য তাদের বাড়ির পাশের বোরো ধানের জমিতে ধান কাটতে যান। দুপুরের দিকে আকষ্মিক বৃষ্টিসহ বজ্রপাত শুরু হলে মিলাদ মিয়া (২৮), তার বাবা তাজ উদ্দিন (৬০), ছোট ভাই তানভীর মিয়া (১৫) ও আত্মীয় হেলাল মিয়ার ছেলে ইমাদ মিয়া (২১) গুরুতর আহত হন। ঘটনার পরপরই স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা দ্রæত ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মিলাদ মিয়াকে মৃত ঘোষণা করেন। আহত অপর তিন জনকে ওই হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

বিষয়টি নিশ্চিত করে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) মো. ফয়সলুজ্জামান বলেন, ‘দুপুরের একটু পরে বজ্রপাতে আহত চার জনকে তাদের পরিবারের সদস্যরা হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালে আসার পূর্বেই মিলাদ মিয়া নামের একজন মারা যান। বাকি আহত তিনজনকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা প্রদান করা হচ্ছে। তারা অনেকটা ভালো আছেন।’