lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫
Last Updated 2025-04-15T10:11:47Z
ব্রেকিং নিউজ

ঠাকুরগাঁওয়ে কারাগারে নববর্ষ উদযাপন !

Advertisement


 

 

মোঃ মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:

আনন্দ-উৎসবের মধ্য দিয়ে নতুন বাংলা নববর্ষকে বরণ করে নিয়েছে ঠাকুরগাঁওবাসী। পাশাপাশি উৎসবের ছোঁয়া লেগেছে ঠাকুরগাঁও কারাগারে।

১৪ এপ্রিল সোমবার সকালে ঠাকুরগাঁও জেলা কারাগারের আয়োজনে কারাবন্দিদের জন্য করা হয় পহেলা বৈশাখের এই আয়োজন। তাদের জন্য ছিল পান্তা-ইলিশসহ নানা রকম খাবার ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন। এছাড়া কারাবন্দিদের দেখতে আসা স্বজনদের জন্যও ছিল আয়োজন। সেই সঙ্গে মেডিকেল ক্যাম্প সহ ছোট্ট শিশুদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতারও আয়োজন করা হয়।

বন্দি স্বজনের সঙ্গে দেখা করতে আসা দর্শনার্থীরা বলেন, প্রথমে আসার পরেই কারা কর্তৃপক্ষ আমাদের বৈশাখ উপলক্ষ্যে পান্তা মাছ ভর্তা দিয়ে খেতে দিয়েছে। আমাদের মেহমানের মতো আপ্যায়ন করেছে।

আজকের মতো একটি আনন্দময় দিনে তারা আমাদের ও কারাগারে থাকা ব্যক্তিদের এতো সুন্দর আপ্যায়ন করেছে যা প্রশংসার দাবিদার। 'ঠাকুরগাঁও জেলা কারাগারের জেলার শাহারিয়ার আলম চৌধুরী বলেন, বর্তমান কারা মহাপরিদর্শক মহোদয়ের নির্দেশনায়, ডিআইজি প্রিজন রংপুর মহোদয়ের তদারকিতে পহেলা বৈশাখ উপলক্ষ্যে আমাদের এই আয়োজন। আমরা এখানে বন্দিদের জন্য পান্তা ইলিশ সহ বিভিন্ন উন্নতমানের খাবারের পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছি। '