Advertisement
পোরশা( নওগাঁ) প্রতিনিধি:
বৃহস্পতিবার (১০ এপ্রিল) থেকে শুরু হতে যাওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় নওগাঁ পোরশায় মোট ১৩১৪ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করেছে। এর মধ্যে এসএসসিতে ৬৫১জন , দাখিল পরীক্ষায় ৫৯১ জন ও ভোকেশনাল ৭২ জন পরীক্ষার্থী অংশ নিয়েছে। এবার উপজেলার ২ টি কেন্দ্রে এসএসসি , ১ টি কেন্দ্রে দাখিল ও আরও ১টি কেন্দ্রে ভোকেশনাল পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
নিতপুর মডেল উচ্চ বিদ্যালয় ও কলেজ এ কেন্দ্রে ৩৬৪ জন, শহীদ পিংকু বালিকা উচ্চ বিদ্যালয় বি কেন্দ্রে ২৮৭ জন, এসএসসি , নিতপুর দারুচ্ছুন্না ফাজিল মাদ্রাসা কেন্দ্রে ৫৯১ জন দাখিল ও কড়িদহ ভোকেশনাল উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ কেন্দ্রে ৭২ জন পরীক্ষায় অংশ নিচ্ছে বলে জানান উপজেলা একাডেমিক সুপারভাইজার কনক রায়।
তিনি আরও বলেন,সরকারি বিধি অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত এবং গ্রহণ করা হচ্ছে বলে জানা যায়।