lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
Last Updated 2025-04-19T12:34:42Z
ব্রেকিং নিউজ

পঞ্চগড়ে এবার কোরবানি ঈদ উপলক্ষে সেরা কালেকশন পঞ্চগড়ের যুবরাজ

Advertisement


 


মোছাঃ আছমা আক্তার আখি, পঞ্চগড় জেলা প্রতিনিধি:

পঞ্চগড়ে অবসরপ্রাপ্ত সেনা সদস্য আবুল কাশেম আবু, সখের বসে একটি হলেস্টিয়ান ফিলিজিয়াম জাতের গাভী দিয়ে আজ সাফল খামারি হিসেবে পরিচিতি লাভ করেছে। 


পঞ্চগড় পৌর শহরের বিজিবি ক্যাম্প সংলগ্ন কাঁগজিয়া পাড়া, এলাকায়  অবস্থিত তার এই  শিশির দুধ্য খামারটি। 


সরে জমিনে গিয়ে জানা যায়, সেনা সদস্য আবু, একটি গাভী থেকে ছোট বড় প্রায় ২৬ টি গরু রয়েছে তার খামারে। 


তিনি এই খামারে  প্রতিদিন গরুর খাবারের জন্য ৬ হাজার টাকা ব্যয় করেন । 


খামার থেকে  প্রতিদিন প্রায় ১৬০ কেজি দুধ সংগ্রহ  করে থাকেন। এতে করে খরচ বাদ দিয়ে তিনি মোটামুটি লাভবান হয়েছেন বলে জানান।


 সেনা সদস্য আবু এর খামারে একটি বিশাল ষাঁড় গরু রয়েছে যার বর্তমান ওজন প্রায় ৪০ মনেরও বেশি। তিনি এবার এই ষাঁড় গরুটি বিক্রি করবেন বলে জানান। 


সেনা সদস্য আবু, এই বিশাল আকারের ষাঁড়টির  আদর করে নাম রেখেছেন পঞ্চগড়ের যুবরাজ। খামারি আবু জানান কোরবানির ঈদের আগেও যদি কেউ আমার যুব রাজকে কিনতে চান, তাহলে যোগাযোগ করতে পারেন, আমার এই নাম্বারে ০১৭১২৩২৬৮৮৩, অফার হিসেবে আমি ফ্রীতে ঈদের আগপর্যন্ত লালন -পালন করে দিবো। যুবরাজকে যে ক্রয় করবে আলোচনা সাপেক্ষে দাম নির্ধারণ করবো।