Advertisement
বেতাগী (বরগুনা) প্রতিনিধি:
বরগুনার বেতাগীতে এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে তাহাবিন মাহামুধ আর্ক বিশ্বাস (২০) নামে এক যুবককে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। উক্ত ঘটনায় ১১ই মার্চ মোঃ ফারুকুল ইসলাম বিশ্বাস বাদী হয়ে বেতাগী থানায় ৮ জনকে আসামী করে একটি মামলা দায়ের করে। উক্ত অভিযোগের ভিত্ততে ১৩ ই মার্চ রোজ রবিবার, প্রধান আসামী রেজাউলকে বরিশাল থেকে গ্রেপ্তার করেছে বেতাগী থানা পুলিশ। ১১ই মার্চ রোজ শুক্রবার রাত ১১ ঘটিকার পর বেতাগী পৌরসভার ৩নং ওয়ার্ড ৮৭ নং মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয় দক্ষিণ পাশে খোলা যায়গায়, আর্ককে একা পেয়ে তাকে এলোপাথাড়ি ভাবে জখম করে । খবর পেয়ে পুলিশ তাঁকে উদ্ধার করে বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়, অবস্থা গুরুত্ব হওয়া উন্নত চিকিৎসার জন্য তাঁকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় । আরো উন্নত চিকিৎসার জন্য আর্ক বিশ্বাসকে ধানমন্ডি পপুলার হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় ৮ জনকে আসামী করে বেতাগী থানায় একটি মামলা দায়ের করা হয়, যাহার, মামলা নাম্বার -২ জি আর নং ৩৫/২০২৫। হামলার শিকার তাহাবিন মাহামুধ আর্ক বিশ্বাস বলেন, রাত ১১ টার দিকে আমি বেতাগী পৌরসভার ৩নং ওয়ার্ড মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয় দক্ষিণ পাশে খোলা যায়গায় পাশে একটি মাছের গের আছে সেদিকে মাছ দেখতে গিয়েছিলাম, তখন উক্ত স্থানে লোকজন না থাকার সুযোগে রেজাউল (২০) সহ ৮-১২ জন লোকসহ দেশীয় অস্ত্র নিয়ে আমার ওপর হামলা চালায়। তারা লোহার পাইপ ও দেশিয় অস্ত্র, দা দিয়ে আমার পায়ে এলোপাতারি আঘাত করে, রাকিব এসেই একটি বগি দা দিয়ে আমার হাতে কোপ দিয়ে হাতে ৩ টি আঙ্গুল কেটে দেয় এর পর সজল, জিহাদ,ফারদিন নাদিম আমাকে ধরে মাটিতে শুইয়ে দুই পায়ে এলোপাথাড়ি কোপ দিয়ে আমাকে জখম করে পরে আমি চিৎকার করিলে স্থানীয়রা খবর পেলে তারা পালিয়ে যায়, এবং স্থানীয়রা আমাকে উদ্ধার করে বেতাগী স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসে। এখান থেকে চিকিৎসকেরা আমাকে বরিশালে পাঠায়। বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, ‘স্থানীয়রা খবর দিলে পুলিশ গিয়ে তাহাবিন মাহামুধ আর্ক বিশ্বাস,কে বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স দেখতে যাই, সেখান থেকে তাঁকে বরিশালে পাঠানো হয়। তবে এ ঘটনায় বেতাগী থানায় একটি মামলা দায়ের করা হয়, এবং পুলিশ প্রধান আসামী রেজাউলকে কে বরিশাল থেকে গ্রেপ্তার করে, বরগুনা কারাগারে পাঠানো হয়েছে, বাকিদের খুচ্ছে পুলিশ, তাদের পাওয়া মাত্রই গ্রেপ্তার করা হবে, আমরা আসামীদের ধরতে সর্বদা চেষ্টা চালিয়ে যাবো।