lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫
Last Updated 2025-04-11T09:34:30Z
বিক্ষোভ মিছিল

মাদারগঞ্জে চরপাকেরদহ ইউনিয়ন বিএনপির সম্মেলন বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

Advertisement



নিজস্ব প্রতিবেদক:

জামালপুরের মাদারগঞ্জে  ১নং চরপাকেরদহ ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১১ এপ্রিল) সকালে চরপাকেরদহ ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ আয়োজনে ইউনিয়নের তেঘরিয়া বাজারের প্রধান সড়কে সড়কে ঘণ্টাব্যাপি এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি তেঘরিয়া বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে তেঘরিয়া সাহেদ আলী উচ্চ বিদ্যালয় মাঠে শেষ হয়।  মানববন্ধনে চরপাকেরদহ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শাহ মোঃ মজনু ফকিরের সভাপতিত্বে বক্তব্য রাখেন - চরপাকেরদহ ইউনিয়নের ১ নং ওয়ার্ড বিএনপি সভাপতি আব্দুল্লাহ ফকির, ওয়ার্ড বিএনপি বিএনপির সাধারণ সম্পাদক  জিন্নাহ ফকির, ২ নং ওয়ার্ড বিএনপি সভাপতি শান্তাহার ফকির, ৩ নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক  রাঙা ফকির, সিনিয়র সহ-সভাপতি শাহীন প্রামাণিক,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মনজু বিএসসি, ,৫ নং ওয়ার্ড বিএনপি  সাধারণ সম্পাদক  হামিদুর, ৬ নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক  মাসুদ রানা তরফদার,সিনিয়র সহ-সভাপতি  রবিউল ইসলাম,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক  মিজানুর রহমান,  ৮ নং ওয়ার্ড বিএনপি  সভাপতি খলিলুর রহমান,৮নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম, ৯ নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক আবু সাইদ,উপজেলা যুবদল নেতা পারভেজ তরফদার প্রমুখ মানববন্ধনে বক্তারা  অভিযোগ বক্তারা অভিযোগ করে বলেন, দলীয় গঠনতন্ত্র লঙ্ঘন করে সম্মেলনের প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং এতে তৃণমূলের মতামত উপেক্ষা করা হয়েছে। উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি  তেঘরিয়া সাহেদ আলী উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক  সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে সভাপতি প্রার্থীদের দুটি গ্রুপের মধ্যে সংঘর্ষের কারণে তা স্থগিত করা হয়। পরে ১১ এপ্রিল  জামালপুর জেলা বিএনপির কার্যালয়ে সম্মেলনের নতুন তারিখ নির্ধারণ করা হয়।এই সিদ্ধান্তের বিরোধিতা করে আজকের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বক্তারা আরও বলেন, “ইউনিয়নের সম্মেলন ইউনিয়নে করতে হবে। জেলায় এই সম্মেলন আমরা মানি না, মানবো না। কাউন্সিলরদের একটি পক্ষ নিজেদের নিরাপত্তাহীনতার কথা জানিয়ে সম্মেলনটি বাতিলের দাবি জানান। মানববন্ধনে কয়েকশো নেতাকর্মীরা অংশ নেয়।