lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বুধবার, ৯ এপ্রিল, ২০২৫
Last Updated 2025-04-09T16:30:45Z
ব্রেকিং নিউজ

দেবীগঞ্জে শিক্ষার্থীদের নিয়ে পুলিশের সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত

Advertisement


 

সজীব আহাম্মেদ, দেবীগঞ্জ ( পঞ্চগড়) প্রতিনিধি:

পঞ্চগড়ের দেবীগঞ্জে শিশু, কিশোর-কিশোরী ও নারীর প্রতি সহিংসতা বন্ধে শিক্ষার্থীদের নিয়ে সচেতনতামূলক কর্মশালা করেছে পুলিশ। 


বুধবার ( ৯ এপ্রিল) সকাল সাড়ে এগারোটায় দেবীগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ হলরুমে দেবীগঞ্জ থানা পুলিশের আয়োজনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রায় শতাধিক মেয়ে শিক্ষার্থী অংশগ্রহণ করেন।


দেবীগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ প্রকৌশলী আমিনুল হকের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে মূল বিষয় উপস্থাপন করেন দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সোয়েল রানা।


তিনি শিক্ষার্থীদের গুড টাচ ব্যাড টাচ, জরুরি প্রয়োজনে ৯৯৯ ব্যবহার এবং কলেজ চত্বরে স্থাপিত অভিযোগ বক্সে শিক্ষার্থীদের সমস্যা উল্লেখ করে চিঠি লেখার পরামর্শ দেন। এছাড়া কর্মশালা উপস্থিত প্রত্যেক শিক্ষার্থীদের নোট শীট দেন। এতে তাদের পরিচয় গোপন রেখে সমস্যা লিখে জানানোর অনুরোধ করেন।  পরে শিক্ষার্থীরা তাদের বিভিন্ন সমস্যা লিখে জমা দিলে ওসি উল্লেখিত সমস্যা নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ নেবার প্রতিশ্রুতি দেন। জরুরি প্রয়োজনে কিভাবে পুলিশের সহযোগিতা পাবে কর্মশালায় সে বিষয়ে শিক্ষার্থীদের ধারনা দেন ওসি। এছাড়া শিক্ষার্থীরা সাইবার বুলিং, ইভটিজিং প্রতিরোধে কি কি কার্যকর পদক্ষেপ নিতে পারে সে বিষয়ে আলোচনা হয় আয়োজিত কর্মশালায়।


প্রধান অতিথির বক্তব্যে ওসি সোয়েল রানা বলেন, শিক্ষার্থীরা যেন কোন ভাবেই সহিংসতার শিকার না হয় তার জন্যই এই কর্মশালা। ক্রমান্বয়ে উপজেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে এই কর্মশালা করার পরিকল্পনা আছে। এছাড়া প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে অভিযোগ বক্স ও বিভিন্ন পয়েন্টে ৯৯৯ কর্নার স্থাপন করা হবে যেখানে শিক্ষার্থীরা তাদের প্রয়োজনের সময় পুলিশের সহায়তা পাবে।"


কর্মশালায় আরো বক্তব্য রাখেন দেবীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি হরিশ চন্দ্র রায়, দেবীগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জাকির হোসেন রাজু প্রমূখ।