Advertisement
সজীব আহাম্মেদ, দেবীগঞ্জ (পঞ্চগড়) :
পঞ্চগড়ের দেবীগঞ্জে আবাদি জমি রক্ষায় করতোয়া নদী থেকে বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।
মঙ্গলবার (১৫এপ্রিল) বেলা ১১টায় দেবীগঞ্জ সদর ইউনিয়নের সোনাহার মালচণ্ডী এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে শতাধিক ভুক্তভোগী কৃষক অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, নদীর পাশের বালু মহালের কারণে এলাকার তিন থেকে চারশত অসহায় মানুষ, যারা নিজেদের কেনা জমি ও সরকারি খাস জমিতে চাষাবাদ করে জীবিকা নির্বাহ করেন, তারা আজ বিপদের মুখে। বালু উত্তোলনের ফলে আশপাশের আবাদি জমিতে ভাঙন দেখা দিয়েছে। উর্বর জমিগুলো নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে।
তারা আরও বলেন, বালু পরিবহনে ব্যবহৃত টলি গাড়িগুলোর কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে, এতে মানুষের জানমালের ক্ষতি হচ্ছে।
মানববন্ধনে বক্তারা অবিলম্বে নদী থেকে বালু উত্তোলন বন্ধ এবং প্রয়োজনীয় প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করে নদীভাঙন রোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
এবিষয়ে দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুল হাসান বলেন, এখনো এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ পাইনি। তবে জায়গাটি যদি সরকারিভাবে ইজারা দেওয়া হয়ে থাকে, তাহলে তারা বালু উত্তোলন করতে পারবে। আর নদীর ভেতরে যারা চাষাবাদ করছেন, সেটা কিন্তু অবৈধ। ইতোমধ্যে জেলা পর্যায়ে সিদ্ধান্ত হয়েছে-পর্যায়ক্রমে এসব কার্যক্রম বন্ধ করে দেওয়া হবে।