lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫
Last Updated 2025-04-24T14:59:27Z
ব্রেকিং নিউজ

রায়পুরায় প্রতিবন্ধী শিশুকে হুইল চেয়ার দিলেন ইউএনও

Advertisement


 

বিনা আক্তার, নরসিংদী:

নরসিংদীর রায়পুরায় জন্মগতভাবে শারিরীক প্রতিবন্ধী এক নারী শিশুকে হুইল চেয়ার দিলেন রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানা।

বৃহস্পতিবার সকালে নিবাহী অফিসারের নিজ কক্ষে প্রতিবন্ধী শিশু মরিয়ম আক্তার (১০) এর মা শিরিনার হাতে এ হুইল চেয়ার তুলে দেন ইউএনও মো. মাসুদ রানা। 

প্রতিবন্ধী শিশু মরিয়ম আক্তার উপজেলার রাধানগর ইউনিয়নের সাহেরচর গ্রামের হতদরিদ্র ফজলু মিয়ার সন্তান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানা বলেন, প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, তাদেরও সমাজে প্রতিষ্ঠিত হয়ে মাথা উচু করে দাড়ানোর অধিকার আছে। এ মাসে আরো তিনজন প্রতিবন্ধীকে হুইল চেয়ার প্রদান করা হয়েছে। 

এসময় রায়পুরা প্রেসক্লাবের সভাপতি ফরিদ উদ্দিন, সাবেক সভাপতি মো. মোস্তফা খান, উপজেলা রিপোর্টাস ক্লাবের সাধারণ সম্পাদক অজয় সাহা সহ বেশ কয়েকজন সাংবাদিক উপস্থিত ছিলেন।