lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫
Last Updated 2025-04-26T05:57:04Z
জাতীয়

সখীপুরে সেনাসদস্যের বিরুদ্ধে শিক্ষার্থীকে যৌন হেনস্তা ও শ্লীলতাহানির প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

Advertisement


 


খাঁন আহম্মেদ হৃদয় পাশা, টাঙ্গাইল জেলা প্রতিনিধি:

টাঙ্গাইলের সখীপুরে উজ্জ্বল দেওয়ান নামের এক সেনা সদস্যের (সার্জেন্ট) বিরুদ্ধে প্রতিবেশী এক যুবতীকে যৌন হেনস্তা ও  শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। ওই সেনা সদস্যের শাস্তির দাবিতে শুক্রবার (২৫ এপ্রিল) মানববন্ধন করেছে আদানি ভূয়াইদ এলাকাবাসী। মানববন্ধনে বক্তব্য রাখেন, ভুক্তভোগী দশম শ্রেণীর ছাত্রী লিপা আক্তার,তার পিতা লাল মাহমুদ,দেলোয়ার দেওয়ান, রুউফ খান ধলা,সাহেরা বেগম, শামসুন্নাহার প্রমুখ।


উল্লেখ্য ,গত ১৯ এপ্রিল সখীপুর  উপজেলার কাকড়াজান ইউনিয়নের ভূয়াইদ গ্রামে এ ঘটনা ঘটে। উজ্জ্বল দেওয়ান (৪০) উপজেলার আদানি ভূয়াইদ গ্রামের হেলাল দেওয়ান এর ছেলে। সে বগুড়া ক্যান্টনমেন্ট এ বাংলাদেশ সেনাবাহিনীতে সার্জেন্ট পদে কর্মরত। বর্তমানে ২ মাসের ছুটিতে তিনি গ্রামের বাড়িতেই অবস্থান করছেন ।

জানা যায়, ঘটনার দিন বিকেল ৫ টায়, সার্জেন্ট উজ্জ্বল দেওয়ান তার ১ বছরের বাচ্চা কোলে নিয়ে প্রতিবেশী লাল মাহমুদের বাড়িতে গিয়ে লাল মামুদের মেয়েকে একা পেয়ে  জোরপূর্বক তার শরীরের বিভিন্ন  স্পর্শকাতর স্থানে হাত দেয়। তার এহেন আচরণে মেয়েটি উচ্চাস্বরে কান্না শুরু করলে উজ্জ্বল দেওয়ান দ্রুত সেখান থেকে সটকে পড়েন। 

এ সময় তার মা ও বাবা বাড়ির বাহিরে ছিলেন।সন্ধ্যায় বাবা মা বাড়িতে ফিরে মেয়েকে কান্না করতে দেখে, কী হয়েছে  জানতে চাইলে মেয়েটি তাদের কাছে সব খুলে বলে।


এ ঘটনার পরের দিন গত ২০ এপ্রিল সকালে  ভুক্তভোগীর বাবা লাল মামুদ বাদী হয়ে অভিযুক্ত সেনা সদস্য উজ্জ্বল দেওয়ানকে আসামী করে সখীপুর থানায় একটি লিখিত অভিযোগ করেন। 

এ বিষয়ে কোন প্রতিকার না পেয়ে এলাকাবাসী অভিযুক্ত সেনাসদস্য উজ্জ্বল দেওয়ানসহ ঘটনা ধামাচাপা দিতে শিক্ষার্থীর বাবা-মাকে খুন গুমের হুমকি দাতাদের দ্রুত গ্রেফতার দাবিতে মানববন্ধন করে।