lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫
Last Updated 2025-04-14T03:24:12Z
বাংলা নববর্ষ

পাবনায় তিনদিনব্যাপী চরনিকেতন বৈশাখী উৎসব ১৪৩২

Advertisement

 


আলমগীর কবীর হৃদয় (পাবনা জেলা প্রতিনিধি):-

বাংলাদেশের উত্তরাঞ্চলের পাবনা জেলার ঈশ্বরদী উপজেলায় চর গড়গড়ি গ্রামে অবস্থিত সাহিত্য-সংস্কৃতি, স্বাস্থ্য ও শিক্ষাপল্লীতে ১৪, ১৫ ও ১৬ এপ্রিল ২০২৫ (আজ সোমবার, মঙ্গলবার ও বুধবার) অনুষ্ঠিত হতে যাচ্ছে “চরনিকেতন বৈশাখী সাহিত্য উৎসব-১৪৩২”।

প্রতিবারের মতো এবারও দেশ-বিদেশের শতাধিক কবি, লেখক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, প্রকাশক ও সমাজকর্মীরা এই উৎসবে অংশ নেবেন। অংশগ্রহণ কারী সকলে আধুনিক বিশ্বসংস্কৃতি ও রাজনীতির প্রাসঙ্গিক বিষয়সমূহ নিয়ে পারস্পরিক ভাব বিনিময় ও আলোচনায় অংশ নেবেন।

বৈশাখী উৎসব অনুষ্ঠানে থাকবে কবিতা আবৃত্তি, কবিকণ্ঠে কবিতা পাঠ, বইয়ের পাঠ উন্মোচন, গীতিনাট্য, লাঠিখেলা, জারিগান, বৈশাখী শোভাযাত্রা ও নানা ধরনের দেশীয় সংস্কৃতিভিত্তিক আয়োজন।

মূলত এই উৎসবের প্রবর্তক বাংলা সাহিত্যের প্রখ্যাত কবি, প্রাবন্ধিক, গবেষক ও গীতিকার মজিদ মাহমুদ।

কবি মজিদ মাহমুদ নিজের জন্মস্থান চর গড়গড়িতে প্রতিষ্ঠা করেছেন চরনিকেতন কমপ্লেক্স যেটি এখন একটি পূর্ণাঙ্গ সাহিত্য-সংস্কৃতি-সামাজিক কেন্দ্র হিসেবে পরিচিত আন্তর্জাতিক ভাবে। 

২০১৬ সালে এই বৈশাখী উৎসবের সূচনা হলেও, এর পেছনে রয়েছে আরও দীর্ঘ একটি স্বপ্ন ও সাধনার ইতিহাস। ১৯৯৪ সাল থেকে কবি মজিদ মাহমুদ নিজ গ্রামের উন্নয়নে আত্মনিয়োগ করেন। তাঁরই উদ্যোগে এখানে গড়ে উঠেছে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন শিক্ষা প্রতিষ্ঠান, গবেষণা ও প্রশিক্ষণ কেন্দ্র, স্থায়ী কাব্যমঞ্চ, মুক্তিযুদ্ধ স্মৃতি পাঠাগার, প্রবীণদের জন্য সামাজিক কেন্দ্র, নৈতিক শিক্ষা প্রদানের লক্ষ্যে মসজিদ এবং প্রত্যন্ত অঞ্চলের মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে নির্মাণ করা হচ্ছে একটি আধুনিক হাসপাতাল।

চর গড়গড়ির মতো প্রত্যন্ত একটি গ্রামে এমন সাংস্কৃতিক ও মানবিক উদ্যোগ বাংলাদেশে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। দেশ-বিদেশের গুণীজনের উপস্থিতি এবং স্থানীয় মানুষের আন্তরিক অংশগ্রহণে এই উৎসব প্রতিবছরই রূপ নেয় এক প্রাণবন্ত উৎসবমুখর মিলনমেলায়।