lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫
Last Updated 2025-04-17T08:12:51Z
ধর্ম

বেনাপোলে আন নুর একাডেমি ২০জন শিক্ষার্থীকে হিফ্জ নতুন সবক প্রদান

Advertisement


বেনাপোল প্রতিনিধিঃ

একাধিকবার জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও জাতীয় হিফজ বোর্ড পরীক্ষায় প্রথম স্থান অর্জনকারী শিক্ষা প্রতিষ্ঠান বেনাপোলের আন-নুর একাডেমি নাজেরা হতে উত্তীর্ণ ২০ জন শিক্ষার্থীকে হিফ্জ নতুন সবক প্রদান উপলক্ষে দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 



১৬ই এপ্রিল বুধবার এশার নামাজ বাদ যশোর জেলার বেনাপোল পোর্ট থানাধীন বাজারে অবস্থিত আন-নূর একাডেমির বাজার শাখার হলরুম এই দোয়া অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। 


উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক 'উস্তাযুল হুফফাজ শায়েখ হাবীবুর রহমান হাবীব' ও সঞ্চালনায় ছিলেন অত্র প্রতিষ্ঠানের শিক্ষক মাওলানা মিজানুর রহমান সাহেব।  


উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুফতি সাইদুল বাসার সাহেব, মাওলানা আব্দুল ওহেদ দুদু সাহেব, হাফেজ মাওলানা আঃ আহাদ সাহেব, মাওলানা ইলিয়াস হুসাইন সাহেব, হাফেজ ক্বারী খলিলুর রহমান সাহেব।


এছাড়াও উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন  হাফেজ মাওলানা আঃ রাজ্জাক সাহেব, ইন্জিনিয়ার মফিজুর রহমান সহ উত্তীর্ণ ছাত্রদের অভিভাবকবৃন্দ। 


উক্ত অনুষ্ঠানে ছাত্রদের হিফ্জ নতুন সবক উদ্বোধন পূর্বক সকলেন জন্য বিশেষ মোনাজাত করা হয়। উল্লেখ যে, আন নুর একাডেমি দুটি আলাদা শাখায় ছেলে এবং মেয়ে শিক্ষার্থীদের পাঠদান দেওয়া হয়।