lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
Last Updated 2025-04-20T16:27:30Z
অস্ত্র উদ্ধার

রামগড়ে দেশীয় অস্ত্র এলজি ও কার্তুজ উদ্ধার

Advertisement


 

মোঃমাসুদ রানা, খাগড়াছড়ি প্রতিনিধিঃ

খাগড়াছড়ির রামগড়ে বিশেষ অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় তৈরি অস্ত্র এলজি ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার ক‌রেছে পুলিশ।



রবিবার (২০এ‌প্রিল) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ১নং রামগড় ইউনিয়ন যৌথখামার এলাকা থেকে মা‌লিক বিহীন অবস্থায় পড়ে থাকা একটি দেশীয় অস্ত্র ও কার্তুজ উদ্ধার করে রামগড় থানা পুলিশ।



পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারী পরোয়ানা তামিল, মাদক ও অস্ত্র উদ্ধারের বিশেষ অভিযান পরিচালনা কালে রামগড় টু জালিয়াপাড়া সড়ক সংলগ্ন যৌথখামার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রবেশ পথের দক্ষিণ পাশের ঝোপের মধ্যে মা‌লিক বিহীন পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় তৈরি এলজি ও এক  রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।



রামগড় থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মঈন উদ্দিন জানান, বিশেষ অভিযান পরিচালনা করে মালিক বিহীন অবস্থায় পড়ে থাকা অস্ত্রটি উদ্ধার করে জব্দ করা হয়। জব্দকৃত আলামত জিডি মুলে থানা হেফাজতে র‌য়ে‌ছে। বিধি মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করাই হইবে।