Advertisement
বাঘা (রাজশাহী) প্রতিনিধি :
ফিলিস্তিনে ইসরায়েলের নৃশংস গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে রাজশাহীর বাঘায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা জামায়াতের উদ্যোগে সোমবার(৭ এপ্রিল ) বিকেল ৫ টায় বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়।
মিছিলটি পৌরসভার নতুন বাসস্ট্যান্ড সংলগ্ন নিমতলা জামে মসজিদের সামনে থেকে বের হয়ে পৌর সদরের প্রধান প্রধান সড়ক দক্ষিণ শেষে শাহদৌলাহ সরকারি কলেজের সামনে এসে শেষ হয়।
উপজেলা জামায়াতের সহ সভাপতি আব্দুল্লাহ আল মামুন (নূহু) সভাপতিত্বে ও সাবেক পৌর আমির সাইফুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও সবেক আমির মাওলানা জিন্নাত আলী, নায়েবে আমির আব্দুল লতিফ প্রমুখ।
বক্তারা বলেন, ‘শতাব্দীকালব্যাপী ইসরায়েল ফিলিস্তিনে হত্যাযজ্ঞ চালাচ্ছে। এবারর রমজান মাসে কাপুরুষের মতো নিরীহ ফিলিস্তিনিদের ওপর হামলা চালিয়ে হাজারো নারী ও শিশু হত্যা করেছে। ঈদের দিনেও তারা হত্যাযোগ্য চালিয়ে শিশু হত্যা করেছে। আমরা বর্তমান সরকারের প্রতি আহ্বান জানাই জনগণের স্বতঃস্ফূর্ত অভ্যুত্থানের মাধ্যমে গঠিত বিপ্লবী সরকার জাতিসংঘে প্রস্তাব তুলে ফিলিস্তিনের জনগণের পাশে দাঁড়াবে।