lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫
Last Updated 2025-04-14T09:33:17Z
মাদক

বেনাপোলে মদ, ফেনসিডিল সহ ১০ লক্ষ টাকার অবৈধ ভারতীয় পণ্য জব্দ

Advertisement


 


জহিরুল ইসলাম,যশোর প্রতিনিধি:

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়েনের সদস্যরা বেনাপোল ও শার্শা সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ৯ লাখ ৮২ হাজার টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে। তবে এ ঘটনার সাথে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।


সোমবার (১৪ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী। রবিবার সকাল থেকে সোমবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে ভারতীয় এসব অবৈধ পণ্য জব্দ করা হয়।


এসব পণ্যের মধ্যে রয়েছে বিদেশি মদ, ফেনসিডিল, গাঁজা, বাইসাইকেল, ইউরিয়া সার, শাড়ি, কম্বল, বিভিন্ন খাদ্যদ্রব্য, তৈরি পোশাক ও কসমেটিকস। জব্দকৃত মালামাল বেনাপোল কাস্টমসে জমা করা হয়েছে।


সাইফুল্লাহ সিদ্দিকী জানান, বিজিবির চৌকস টহলদল বেনাপোল বিওপি, বেনাপোল আইসিপি, আমড়াখালি চেকপোস্ট, আন্দুলিয়া ও শিকারপুর সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ভারতীয় পণ্য জব্দ করে। জব্দকৃত মালামালের মূল্য ৯ লাখ ৮২ হাজার টাকা।