Advertisement
নুরুল করিম (মহেশখালী) প্রতিনিধি:
কক্সবাজারের মহেশখালীতে পারিবারিক কলহের জেরে মামার হাতে ভাগ্নে মোঃ কাছিম (৩২) খুন হয়েছেন।
বুধবার (২৩ এপ্রিল) সকালে ঘটনাটি ঘটেছে উপজেলার কুতুবজোম ইউনিয়নের মনচুরপাড়া গ্রামে।
নিহত মোঃ কাছিম মনচুরপাড়া গ্রামের মৃত নুরুল আলমের ছেলে। তার মামা গফুর মিয়ার বাড়িও একই গ্রামে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার সকালে দিকে নিহত মোঃ কাছিম তার মামাতো ভাইদের সঙ্গে তাজিয়াকাটার ফিশিং বোটের মালিক থেকে অগ্রীম তাবাই দেওয়া-না দেওয়া বিষয়ে ভুল বুঝাবুঝি তুচ্ছ ঘটনা নিয়ে দ্বন্দ্বে জড়িয়ে পড়ে স্থানীয়রা তা নিয়ন্ত্রণে আনে, পরে নিহত কাছিমের মামা গফুর মিয়া ছেলেদেরকে নিয়ে লম্বা কিরিচ নিয়ে তার বাড়িতে এসে এলোপাতাড়ি কুপিয়ে ভাগ্নে কাছিম'কে গুরুতর আহত করে পালিয়ে যায়। খবর তাৎক্ষণিকভাবে এলাকাবাসী তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মোহাম্মদ কাছিম'কে মৃত ঘোষণা করে।
স্থানীয়রা অভিযোগ করে বলেন, ঘাতক গফুর মিয়া ও তার পরিবারের সাহেদ খান, সাজ্জাদ, হাসান আলী, কামরুল হাসান, ইরফান, সুফিয়া ও সারমিন দীর্ঘদিন ধরে এলাকায় উশৃঙ্খল আচরণ করে আসছে। পূর্বেও তারা জেলেদের সঙ্গে নানা অসদাচরণ ও মারধরের ঘটনায় জড়িত ছিল। এ হত্যাকাণ্ডকে কেন্দ্র করে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন।
মহেশখালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কাইছার হামিদ জানান তুচ্ছ ঘটনা নিয়ে পারিবারিক কলহের জেরে মামার হাতে ভাগ্নে খুনের ঘটনা নিশ্চিত করে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট এবং পরিবারের পক্ষ থেকে অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে বলেও জানান তিনি।