lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
রবিবার, ৬ এপ্রিল, ২০২৫
Last Updated 2025-04-06T08:13:05Z
আইন ও অপরাধ

আটোয়ারীতে বৃদ্ধের বসতভিটায় হামলার অভিযোগে থানায় এজাহার

Advertisement


 


পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড়ের আটোয়ারীতে এক বৃদ্ধের বসতভিটায় হামলার অভিযোগ উঠেছে তারই চাচাতো ভাই, ভাবি ও ভাতিজাদের বিরুদ্ধে। এ ঘটনায় আটোয়ারী থানায় একটি এজাহার করা হয়েছে। 



ঘটনাটি ঘটেছে উপজেলার মির্জাপুর ইউনিয়নের নলপুখুরি গ্রামে। এই মর্মে আটোয়ারী থানায় একটি এজাহার করা হয়েছিল যদিও পরবর্তীতে সেটা নথিভুক্ত করেনি পুলিশ। 



এজাহার সূত্রে জানা যায়, গত শুক্রবার (৪ এপ্রিল) দুপুরে উপজেলার মির্জাপুর ইউনিয়নের নলপুখুরি গ্রামের মৃত হাফিজ উদ্দিনের ছেলে বজলুর রহমানের বাসায় বসতভিটায় হামলা ও ভাঙচুর চালায় তারই চাচাতো ভাই, ভাবি ও ভাতিজরা।


আরো জানা যায়, দীর্ঘ দিন ধরে তাদের মধ্যে জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে ঝগড়া বিবাদ হচ্ছে এমনকি ইতোপূর্বে মামলা মকদ্দমাও করা হয়েছিল যা এখনো চলমান। গত শুক্রবার বজলুর রহমান তার পুরো টিন শেডের বাড়ি ভেঙ্গে ইটের বাড়ি নির্মাণ করার জন্য কাজ শুরু করেন। সেসময় সরকারি নয়নজলি জমি ও জনসাধারণের রাস্তায় ঘর তোলা হচ্ছে এমন অভিযোগ এনে ঘরের কাজে বাঁধা দেওয়া হয়েছে বলে দাবি করেছন অভিযুক্তরা। 



এবিষয়ে, অভিযুক্ত ফইম জানান, গত শুক্রবারের তারা যখন ঘর ভেঙ্গে ইটের ঘর তৈরি করার প্রস্তুতি নিচ্ছিল আমরা তাদের গেইটের বাইরে দাঁড়িয়ে শুধু বলেছিলাম যে, নয়নজলির রাস্তা নিয়ে যেহেতু দীর্ঘ দিন ধরে ঝামেলা চলছে সেক্ষেত্রে একজন আমিন এনে জয়গাটা মেপে তারপর ঘর উঠালে ভালো হবে। আমিন এনে মাপজোখ করার পর যদি জায়গাটা তোমাদেরই হয় তাহলে ঘর উঠাও কোনো সমস্যা নাই। আর না হলে সবাই মিলে একটা বৈঠক করি, জায়গাটা ও কাগজপত্র নিয়ে আলোচনা করি তারপর ঘর উঠানো হোক। আমরা শুধু বাঁধা দিয়েছিলাম কিন্তু ঘর ভাঙ্গতে তারা যায়নি বলে তিনি বলেন। 



অভিযুক্ত ফাতেমা বেগম জানান, সন্ধ্যার সময় আমরা রান্না করছিলাম। আমাদের বাড়ির পুরুষরা তখন সবাই বাজারে। সেসময় শুনতে চাই যে, তাদের বাড়িতে বিভিন্ন জিনিস ভাঙ্গার শব্দ। আমরা রান্না ঘরের বেড়ার ফাঁক দিয়ে দেখি যে ওরা নিজেরাই তাদের ঘরের জিনিস গুলো ভাঙ্গছে। 



মকবুল হোসেন নামে আরেকজন অভিযুক্ত বলেন, আমি তো চাকরির সুবাদে চট্টগ্রামে অবস্থান করছি৷ ঈদেও বাড়ি যাইনি। শুনেছি, আমরা নামও ওই এজাহারে দেওয়া হয়েছে। এমনকি আমি ঘটনাস্থলে অনুপস্থিত থাকার পরেও নাকি আমার উপস্থিততে এবং আমার হুকুমেই তাঁরা বাড়িঘরে হামলা করেছে। আমি বাইরে থাকার পরে যেহেতু আমার নাম এজাহারে উল্লেখ করা হয়েছে সেহেতু তাদের অভিযোগ সম্পূর্ণ অসত্য ও বানোয়াট বলে তিনি জানান। 



এদিকে, এজাহারকারী বজলুর রহমান জানান, গত শুক্রবারে আমরা ঘরের কাজ করার জন্য মিস্ত্রি নিয়ে আসি৷ কাজ শুরু করার কিছুক্ষণের মধ্যে তারা দল-বল নিয়ে আমাদেরকে কাজে বাঁধা। বাঁধা দেওয়ার পরে তারা লাঠিসোটা নিয়ে আমাদের উপর হামলা চালায়। আমাদের ঘরের বেড়া, শো-কেজ সহ বিভিন্ন জিনিস ভেঙ্গে টাকা পয়সাও লুট করে নিয়ে যায়৷ আমরা অনেক ভয়ে দিন পার করছি। আইনের মাধ্যমে আমরা সুষ্ঠু তদন্তের ভিত্তিতে সঠিক বিচার চাই। আমরা থানায় এজাহার করি কিন্তু একহাজার এখনো নথিভুক্ত করা হয়নি। 



এজাহারকারীর ছেলে আবু সাঈদ বলেন, আমি এনজিও চাকরির সুবাদে পঞ্চগড়ে থাকি৷ আমার ছুটি শেষ হলে বৃহস্পতিবারেই পঞ্চগড় চলে যাই৷ গত শুক্রবার জানতে পারি যে, তাঁরা আমাদের বাড়িতে হামলা ও লুটপাট করেছে। আমার বাবা-মা বাসায় একা থাকে। তাদেরকে নিয়ে দুশ্চিন্তায় থাকি। আমি আমাদের বাসায় হামলা ও লুটপাটের সঠিক বিচার চাই। 



অপরদিকে, ঘরের মিস্ত্রি ভুবেন চন্দ্র জানান, আমরা যখন কাজ করছিলাম দুপুর প্রায় বারোটা সাড়ে বারোটার দিকে ওদের পক্ষের লোক এসে আমাদেরকে কাজ বন্ধ করতে  বলে। আমরা তখন কাজ বন্ধ করে চলে আসি৷ 



আটোয়ারী থানার এসআই ও তদন্তকারী কর্মকর্তা মোঃ আসাদুল হক জানান, আমরা এজাহার পত্র পাওয়ার পরে ঘটনাস্থলে প্রাথমিকভাবে পরিদর্শন ও স্থানীয়দের সাথে কথা বলে এসেছি৷ তদন্ত শেষ হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি নিশ্চিত করেন।