lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫
Last Updated 2025-04-16T06:57:32Z
আইন ও অপরাধ

গাইবান্ধার সাবেক এমপি শাহ সরোয়ার কবির দিনাজপুরে গ্রেফতার

Advertisement


 


আশরাফুল ইসলাম, গাইবান্ধা ::

গাইবান্ধা-২ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের গাইবান্ধা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক শাহ সরোয়ার কবিরকে দিনাজপুর সদর হতে গ্রেফতার করেছে দিনাজপুর জেলা গোয়েন্দা পুলিশের একটি বিশেষ টিম।


মঙ্গলবার রাতে দিনাজপুর শহরের ঈদগাহ আবাসিক এলাকা থেকে তাকে আটক করা হয়। এ অভিযান পরিচালনা করে দিনাজপুর জেলা পুলিশের একটি বিশেষ ইউনিট। গ্রেফতারের পর পুলিশের পক্ষ থেকে গাইবান্ধা সদর থানার দুটি মামলায় হস্তান্তরের বিষয়ে জানানো হয়।


এ বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন গাইবান্ধা জেলার পুলিশ সুপার নিশাত এ্যাঞ্জেলা। 


জানা যায়, গাইবান্ধা সদর থানার দুটি মামলায় গ্রেফতার করা হয়, গ্রেফতারের পর দিনাজপুর কোতোয়ালি থানায় রাখা হয়ে গাইবান্ধা সদর থানা পুলিশের নিকট হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।


উল্লেখ্য, প্রথম স্পিকার শাহ আব্দুল হামিদ এর নাতি গাইবান্ধা সদরের উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সাবেক এমপি শাহ সরোয়ার কবির গাইবান্ধা জেলার রাজনৈতিক অঙ্গনে একজন পরিচিত মুখ। ৯০ এর দশকে ছাত্র রাজনীতির পাশাপাশি তিনি দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত এবং এলাকায় বেশ প্রভাবশালী ও জনপ্রিয় ব্যক্তি হিসেবে পরিচিত তিনি। এমপি নির্বাচিত হওয়ার পর জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন।