lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫
Last Updated 2025-04-24T15:05:58Z
ব্রেকিং নিউজ

সৌন্দর্য রক্ষায় লালপুরে ব্যানার-ফেস্টুন অপসারণ করছে ইউএনও

Advertisement


 

নাটোর জেলা প্রতিনিধিঃ 

নাটোরের লালপুর উপজেলার গোপালপুর পৌরসভার সৌন্দর্য রক্ষায় ব্যানার-ফেস্টুন অপসারণ শুরু করছে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও গোপালপুর পৌর প্রশাসক মো. মেহেদী হাসান। 

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকাল সাড়ে ১০ টা থেকে উপজেলা চত্বর হয়ে পৌরসভাজুড়ে এই কার্যক্রম পরিচালনা করা হয়।

সরেজমিনে দেখা গেছে, পৌরসভার বিভিন্ন এলাকায় এই কার্যক্রম চলছে। কর্মকর্তাদের দিকনির্দেশনায় হলুদ ও সবুজ পোশাকে সড়কের দুইপাশ থেকে ব্যানার, ফেস্টুন, পোস্টার অপসারণের কাজ করছে শ্রমিক ও কর্মচারীরা।

এসময় কথা হয় পৌরসভার বাসিন্দা মহিউদ্দিন রাজ ও বাবর আলীর সঙ্গে। তারা বলেন,  ব্যানার- ফেস্টুনে পৌরসভার সৌন্দর্য নষ্ট হচ্ছিলো। পৌরসভা থেকল এসব অপসারণ করা হচ্ছে। এমন উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই। আগামীতে যেন পৌরসভার সৌন্দর্য রক্ষার্থে এসব বাঁধা না হয়, সে জন্য পৌর বাসীকেও সচেতন হতে হবে। 

এবিষয়ে লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও গোপালপুর পৌর প্রশাসক মো. মেহেদী হাসান বলেন, শহরকে সুন্দর ও পরিচ্ছন্ন রাখতে আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করছি। বিভিন্ন ধরণের ব্যানার ফেস্টুন, বিলবোর্ড অপসারণ করে করা হবে। পরবর্তীতে আবার পোস্টার-ব্যানার লাগালে জরিমানা করা হবে। আর এসব অভিযান পর্যায়ক্রমে আরো জোরদার করা হবে।