lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫
Last Updated 2025-04-15T10:04:34Z
মানববন্ধন

নেছার উদ্দিন খান এর বিরুদ্ধে মিথ্যা মানববন্ধন ও অপপ্রচার এর বিরুদ্ধে প্রতিবাদ সভা ও মানববন্ধন ‎

Advertisement



‎মোঃ রিপন হাওলাদার,বেতাগী বরগুনা প্রতিনিধিঃ 

‎বরগুনার বেতাগী উপজেলার বাসষ্টান্ডে , ১৪ই এপ্রিল, সোমবার, সন্ধা ৬ ঘটিকার সময়  নাসির বিশ্বাস ও মোশারেফ সিকদার গং এর নেতৃত্বে কতিপয় চাঁদাবাজি বেতাগী পৌরষ্টান্ডডের ইজারাদার জবরদখল করে পৌরটোল আদায়ের প্রতিবাদ করায়, সাবেক প্রতিষ্ঠাতা, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি, সাবেক ডিগ্রী কলেজ ছাত্রদলের সভাপতি, সাবেক বরগুনা সেচ্ছাসেবকদলের যুগ্না সাধারান সম্পাদক,  জনাব, নেছার উদ্দিন খান, এর বিরুদ্ধে বেতাগী বাসষ্টান্ড এর  নাসির বিশ্বাস ও মোশারেফ সিকদার গং এর নেতৃত্বে মিথ্যা অপপ্রচার ও মিথ্যা চাঁদাবাজির অভিযোগে মিথ্যা মানববন্ধন এর  বিরুদ্ধে প্রতিবাদ সভা ও মানববন্ধন করেন বেতাগী পৌর ও উপজেলা সচেতন নাগরীক গন। উপজেলা বিএনপি`র যুগ্না আহব্বায়ক জননেতা জনাব,নেছার উদ্দিন খান বলেন, আমি  অন্যায়ের বিরুদ্ধে সব সময় প্রতিবাদ করে আসছি আমি মানুষের সুখে দুঃখে সব সময় সাধারন মানুষের পাশে থেকে আসছি,আমাকে পৌরটোলের ইজারাদারের চার আনা আমাকে মৌখিকভাবে দেয় উপজেলার বিএনপির সিনিয়ার নেতারা কর্মীরা আশ্বাস  দেন পরে আমরা সেই চার আনা ভাগের চুরান্তো  লিখিত ভাবে চাইলে আমাদের নানা বাহান দিয়ে রাখে, এরপর ১লা বৈশাখে চাঁদাবাজ নাসির বিশ্বাস ও মোশারেফ ক্ষমতার ভরে তারা বেতাগী পৌরসভার বাসষ্টান্ডে টোল আদায় শুরু করে, তখন আমি তার প্রতিবাদ করায় আমার  বিরুদ্ধে অপপ্রচার মানববন্ধন করে, আরো বলেন, আমি জেলা নেতাকর্মী ও কেন্দ্রীয় নেতাকর্মীর কাছে এর সঠিক বিচার চাই, আমি দীর্ঘ ১৭ বছর অনেক মামলা, হামলা, কারাবন্দী হয়েছি এত নির্যাতিত হওয়ার পরও কেন আওয়ামী লীগের দোশরের কাছে আজ আবার কেন নির্যাতিত হবো। এসময়,  বেতাগী পৌর যুবদলের যুগ্না আহব্বায়ক মোঃ মিন্টু হাওলাদার বলেন, জনাব,নেছার উদ্দিন খান সহ আমাদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও মানববন্ধন করা হয়েছে আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানই, যারা এই নেক্কারজনক কাজ করেছে তাদের বিএনপিতে কোনো পদপদবি থেকে থাকে সকল পদপদবি সহ সদস্যপদ থেকে বহিষ্কার করার জন্য জেলা নেতৃত্ববৃন্দ ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি জোর দাবি জানাচ্ছি । এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা ওলামাদলের সিনিয়ার সহ সভাপতি, আব্দুল ছালাম,মাহাবুবুর রহমান আহব্বায়ক মোকামিয়া ইউনিয়ন সেচ্ছাসেবকদল,  উপজেলা সেচ্ছাসেবকদলের সদস্য সচিব, ৫নং বুড়ামজুমদার ইউনিয়ন বিএনপির যুগ্না আহব্বায়ক, বেতাগী পৌর যুবদলের যুগ্না আহব্বায়ক  মোঃ মিন্টু হাওলাদার,ডাঃ আব্দুর করিম, সভাপতি সেচ্ছসেচ্ছদল মোকামিয়া ইউনিয়ন, মোঃ সেলিম খান, সভাপতি পৌর ২নং ওয়ার্ড বিএনপি, মোঃ আব্দুল লতিফ খান, সাধারন সম্পাদক পৌর ২নং ওয়ার্ড বিএনপি, মোঃ আরিফ হোসেন গেন্দু হোসনাবাদ ইউনিয়ন বিএনপি, প্রপোসার মোঃ আব্দুর রাজ্জাক সাবেক যুগ্না সাধারন সম্পাদক পৌর বিএনপি, মোঃ মাসুদ আলম সভাপতি বিবিচিনি ইউনিয়ন সেচ্ছাসেবকদল,মোঃ হাফিজুর রহমান রাসেল, সদস্য সচিব বেতাগী পৌর সেচ্ছাসেবকদল,মোঃ মন্টু ৭নং ওয়ার্ড বিএনপি সহ বেতাগী উপজেলা ও পৌর বিএনপি সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।