lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫
Last Updated 2025-04-14T08:53:12Z
বাংলা নববর্ষ

বেতাগী উপজেলা প্রশাসনের আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন ‎

Advertisement


 ‎

‎মোঃ রিপন হাওলাদার,বেতাগী বরগুনা প্রতিনিধিঃ

‎আনন্দ-উচ্ছাস আর বর্ণিল ও বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রার র‌্যালিসহ নানা অনুষ্ঠানমালার মধ্যে দিয়ে বেতাগী উপজেলা প্রশাসনের আয়োজনে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ 'বাংলা নববর্ষ-১৪৩২` উদযাপিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও মঙ্গল শোভাযাত্রার আয়োজন করা হয়। সোমবার (১৪ এপ্রিল) সকাল ৭ ঘটিকায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে এক বিশাল বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রার র‌্যালী বের হয়ে উপজেলা শহরের মোড় প্রধান ও গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এসে উপজেলা বৈশাখী মঞ্চে গিয়ে শেষ হয়। এর আগে বেতাগী উপজেলা প্রশাসন ও উদিচী  শিল্পীগোষ্ঠীর উদ্যোগে জাতীয় সংগীত, এসো হে বৈশাখ গান ও দেশাত্ববোধক গান, লোকজ নৃত্য, রাখি বন্ধন, আবৃত্তির মাধ্যমে নববর্ষকে আহবান করা হয়। এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বেতাগী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জনাব,বিপুল দাস ও বেতাগী উপজেলা নির্বাহী অফিসার জনাব, বশির গাজীর  সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বেতাগী থানা অফিসার ইনচার্জ (ওসি)  মোঃ মনিরুজ্জামান উপজেলা ভুমি অফিসার জনাব, বিপুল দাস, সার্ভেয়ার সজল    বিএনপির যুগ্না আহব্বায়ক, জনাব, রেজাউল করিম নেছার খান,, উপজেলা বিএনপির সদস্য সচিব জনাব, গোলাম সরোয়ার রিয়াদ খা, ও বাংলাদেশ জামায়াত ইসলামী বেতাগী শাখার সম্মানিতা সেক্রেটারি জনাব, শাহাদাৎ হোসেন মুন্না সহ সকল দলের রাজনৈতিক ব্যাক্তি গন। এ'সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের সরকারী ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন এবং বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। বক্তারা বলেন, পহেলা বৈশাখ বাংলা নববর্ষ পালন বাঙালি সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ। আবহমানকাল ধরে বাঙালি সমাজ নববর্ষ উদযাপন করে আসছে। ধর্ম-বর্ণ নির্বিশেষে বাংলা নববর্ষের এ দিনটি বাঙালি জাতির এক মহামিলন মেলায় রূপান্তরিত হয়। তারা বিগত বছরের সকল ব্যর্থতা, গনিসহ সবকিছু ভুলে নববর্ষকে বরণ করে নতুন উদ্যমে কাজ করার আহান জানান। দিবসটি বাঙালির বাঙ্গালিয়ানা, ইতিহাস ও ঐতিহ্যকে ধারণ করে মৈত্রী, স¤প্রীতি, চেতনার জাগরণ ও সা¤প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে জেগে উঠার প্রত্যয়ে অতীতের গানি মুছে দিয়ে নতুন দিনে স্বাভাবিক জীবন চলার প্রত্যাশায় পালিত হয়। ঐতিহ্যবাহী বাঙালি পোশাক বাহারী শাড়ী-পাঞ্জাবী পরে রং-বেরঙের প্লেকার্ড-ফেস্টুনসহ মঙ্গল শোভাযাত্রায় সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।