lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫
Last Updated 2025-04-22T11:58:07Z
অন্য খবর

পোরশায় বালিয়াচান্দা মাদ্রাসা উন্নয়নে দশ হাজার ৮০০ শত টাকায় ৫টি গাছ বিক্রয়

Advertisement


 


পোরশা (নওগাঁ) প্রতিনিধিঃ বালিয়াচাঁন্দা আশরাফুল উলুম হাফিজিয়া মাদ্রাসা উন্নয়নের লক্ষ্যে কর্তৃপক্ষ তাদের  জমি থেকে ৫টি গাছ বিক্রয় করেছেন।

৫টি গাছের দাম মোট দশ হাজার ৮০০ শত টাকা। মাদ্রাসার  বিল্ডিং ঘর নির্মাণ লক্ষ্যে দানে প্রাপ্ত ২০ শতাংশ জমি থেকে  রোপিত আটটি গাছের মধ্যে পাকাপোক্ত ৫টি গাছ  ক্রেতার কাছে বিক্রি করা হয়। পোরশা ও সাপাহার বন বিভাগ কর্তৃক ভুলবশত রোপিত তিনটি বনজ গাছ রেখে দেওয়া হয়েছে।   ভেড়ভেড়ি খাঁড়ির কাছে অবস্থিত বালিয়াচান্দা মৌজার জে,এল ১১৫,আর,এস ১৫৫ ও প্রস্তাবিত ২৫-৫০৬ খতিয়ান এর ৫৩০ দাগে ২০ শতাংশ জমি আব্দুল লতিফ দুমাস আগে বড় ৪টি আম গাছ , ১টি জাম গাছ ও বনজ ৩টি গাছ সহ ছোট আমরুপালি গাছের বাগান উক্ত মাদরাসায় দান করেন। তিনটি বোনোজগাস কে রোপন করেছে? প্রশ্ন করলে সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বলেন বন বিভাগ নিজের জায়গা মনে করে এ তিনটি গাছ রোপন করেছিলেন। কেটে নেওয়ার জন্য আমরা তাদের সঙ্গে যোগাযোগ করেছি।

মাদ্রাসার বিল্ডিং এর উন্নয়নের কাজ করতে অর্থ সংকট দেখা দিলে এক জরুরী মিটিং ডাকা হয়। মিটিংয়ে ওই পাঁচটি  গাছ বিক্রির সিদ্ধান্ত হলে স্থানীয় ক্রেতা সাজেদ আলী উল্লেখিত দামে ক্রয় করেন বলে জানা যায়।