lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫
Last Updated 2025-04-15T13:03:58Z
জাতীয়

ঢাকা আরিচা মহাসড়কে নেই আইনের বালায়,ভাগবাটায় ব্যস্ত হাইওয়ে পুলিশ

Advertisement


 

আলী রেজা রাজু:অন্যতম ব্যস্ততম এ মহাসড়ক, এ মহাসড়কের সাভার ও আশুলিয়ার পৃথকদুটি স্থানে চলন্তগাড়িতে অস্ত্রের মুখে যাত্রীদেরকে জিম্মি করে ঈদের পরও ২টি বাসে ডাকাতির ঘটনা ঘটেছে।রমজান মাসেও চলন্ত বাসে কয়েকটি ডাকাতির ঘটনা ঘটেছে।


এছাড়াও চিহ্নিত কয়েকটি স্থানে মাঝেমধ্যেই দেশীয় অস্ত্র ঠেকিয়ে ছিনতাইয়ের ঘটনা ঘটে।অনেক সময় ছিনতাইকারীদের অস্ত্রের আঘাতে আহত নিহতের ঘটনা ঘটতে দেখা যায়।



 হর-হামাশা দেখা মিলে ফিটনেসবিহীন,অনুমোদনহীন পরিবহন,লেগুনা ও অটোরিকশা দৌরাত্মও পুরো সড়কজুড়ে।অপর দিকে সড়ক দখল করে বাজার,পার্কিং দেখা যায় ব্যস্ততম এলাকাজুড়ে যারফলে যানজটের কমতি হয় না।


মহাসড়কে অটো চলাচল বন্ধের  হাইকোর্টের স্পষ্ট নিদের্শনা থাকলেও প্রসাশনের গড়িমসি ও নানা দায়সারা বক্তব্যে বাস্তবায়ন নেই মাঠপর্যায়ে।


উল্টো পথের বাহন মহাসড়কে লেগুনা,অটোরিকশা দৌরাত্মে বিভিন্ন সময় দূঘটনায় আহত নিহতের সংখ্যাও নিহাত কম নয়।


ঢাকা আরিচা মহাসড়কের সাভার,হেমায়েতপুর,আশুলিয়া জুড়ে হাজার খানেক অনুমোদনহীন লেগুনা চলাচল করে। 


প্রতিবেদক পরিচয় গোপন রেখে কয়েকজন লেগুনা চালকের সাথে বললে কথা বললে তারা মাসোহারা দিয়ে মহাসড়কে লেগুনা চালানো ও মাসোহারা একটি অংশ সাভার হাইওয়ে থানাতে যায় বলে নিশ্চিত করেন।