lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫
Last Updated 2025-04-25T02:36:17Z
আইন ও অপরাধ

মহেশখালীতে মামার হাতে ভাগিনা খুনের ঘটনায় গ্রেফতার ৪

Advertisement


নুরুল করিম, মহেশখালী প্রতিনিধি:

কক্সবাজারের মহেশখালী উপজেলার কুতুবজোমে মোহাং কাসেম (২৯) এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় খুনে অভিযুক্ত পলাতক মামা গফুর মিয়া ও তার দুইপুত্রসহ চারজনকে পেকুয়ার উপজেলার উজানটিয়া থেকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ।


২৪ শে এপ্রিল (বৃহস্পতিবার) বিকাল ৪টার দিকে উজানটিয়া ইউনিয়নের মধ্যম উজানটিয়ার একটি বাড়িতে আত্মগোপনে থাকা অবস্থা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে।


গফুর মিয়া ছাড়া গ্রেফতার অন্য তিন আসামী হলেন তার পুত্র শাহেদ ও সাজ্জাদ হোসেন এবং গফুর মিয়ার চাচাতো বোন শবে মেহরাজ। মহেশখালী থানার ওসি মো. কাইছার হামিদ তথ্যটি নিশ্চিত করেছেন।


তিনি জানান, তথ্যপ্রযুক্তি ব্যবহার করে পেকুয়ার উজানটিয়ায় একাধিক আসামীর অবস্থান নিশ্চিত হওয়া যায়। সে মতে মহেশখালী থানার একদল পুলিশ পেকুয়া থানা পুলিশের সহযোগিতা নিয়ে মধ্যম উজানটিযার একটি বাড়িতে অভিযানে করে প্রধান অভিযুক্ত গফুরসহ চারজনকে গ্রেফতার করা হয়। তারা মহেশখালী থেকে পালিয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে যাচ্ছিল। পথিমধ্যে ওই বাড়িতে অবস্থান করছিলো।


গ্রেফতারের পর আসামীদের মহেশখালী থানায় নিয়ে আসা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে বলে জানান ওসি।


গত বুধবার টাকার লেনদেনকে কেন্দ্র করে কুতুবজোম ইউনিয়নের কামিতা পাড়ায় মৃত কালা মিয়ার পুত্র মোহাং কাসেমকে তার আপন মামা কুপিয়ে হত্যা করে। ঘটনায় অংশ নেন তার তিনপুত্রসহ আরো কয়েকজন। এই ঘটনায় নিহতের স্ত্রী ফাতেমা আকতার বাদি হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে বলে ওসি নিশ্চিত করেছেন।