Advertisement
মনির হোসেন পিন্টু, চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধিঃ
ফিলিস্তিনির গাঁজায় নির্বিচারে মুসলমানদের উপর চলমান গণহত্যার প্রতিবাদে ফরিদপুরের চরভদ্রাসনে এক মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
সোমবার (৭ এপ্রিল) বিকাল ৫ টায় উপজেলার সদর বাজারের ভূষিমাল হাটার প্রধান সড়কে উপজেলার তৌহিদী জনতার উদ্যোগে প্রায় ঘন্টাখানেক সময় ধরে এই মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত বক্তারা, সারাদেশে ইসরাইলের সকল ধরনের পন্য বর্জন করতে ও গাঁজায় নির্বিচারে শিশুসহ গণহত্যা বন্ধে যার যার স্থান থেকে সকলকে প্রতিবাদ ও রুখে দাড়াঁর আহবান জানান।
মুফতি সেলিম হোসাইন এর সঞ্চালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, মুফতি মোঃ মাসুদুর রহমান, মুফতি জাকারিয়া হোসেন, মুফতি মিজানুর রহমান ও যুব সমাজের প্রতিনিধি সাজ্জাদ হোসেন সাজুসহ অন্যান্য প্রমুখ।