lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫
Last Updated 2025-04-26T10:47:18Z
আইন ও অপরাধ

নরসিংদীতে হত্যা ও একাধিক মামলার আসামী ইউপি সদস্য এরশাদসহ গ্রেপ্তার ২

Advertisement


 

বিনা আক্তার, নরসিংদী:

নরসিংদীতে পৃথক অভিযানে হত্যা মামলার প্রধান আসামী এবং যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত আসামীসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ান র‍্যাব-১১ নরসিংদী।

শনিবার (২৬ এপিল) বেলা সাড়ে ১১টায় র‍্যাব-১১ নরসিংদীর উপ-পরিচালক মেজর সাদমান ইবনে আলম এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেপ্তারকৃতরা হলেন, রায়পুরা উপজেলার দিঘলিয়াকান্দি গ্রামের মৃত মালেক মোল্লার ছেলে এরশাদ মিয়া (৩৩), অপরজন হলেন বেলাবো উপজেলার ভাটেরচর গ্রামের মুজিবুর রহমানের ছেলে হৃদয় মিয়া (২৮)।

র‍্যাবের উপপরিচালক মেজর সাদমান ইবনে আলম জানান, শনিবার (২৬এপ্রিল) সকালে গোপন সংবাদের ভিত্তিতে নরসিংদী সদরের বেলদী এলাকায় অভিযান চালিয়ে রায়পুরা উপজেলার বাঁশগাড়ি এলাকার পল্লী চিকিৎসক আব্দুল্লাহ হত্যা মামলার প্রধান আসামী এরশাদ মিয়াকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। অপর আরেকটি দল গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-সিলেট মহাসড়ককের মরজাল বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে খুন ও ডাকাতি মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী হৃদয় মিয়াকেও গ্রেপ্তার করেন। তিনি আরও জানান, রায়পুরা উপজেলার বাঁশগাড়ি এলাকার পল্লী চিকিৎসক আব্দুল্লাহকে গত বছরের পহেলা নভেম্বর রাত পৌঁনে ১০টায় স্থানীয় একটি স্কুলের সামনে ১০/১২ মিলে কুপিয়ে হত্যা করে। উক্ত ঘটনায় রায়পুরা থানায় মামলা হলে আসামীরা দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। অপর গ্রেপ্তারকৃত আসামী হৃদয় মিয়া ২০১৭ সালের বেলাবো থানার দায়েরকৃত একটি খুন ও ডাকাতি মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী। সে দীর্ঘ ৮ বছর আত্মগোপনে ছিলেন।