lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫
Last Updated 2025-04-15T07:10:29Z
বাংলা নববর্ষ

নানা আয়োজনে সৈয়দ ফজলুল হক কলেজে পহেলা বৈশাখ উদযাপন

Advertisement


 

মোঃ রেজাউল ইসলাম,পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি:

বরগুনার পাথরঘাটার সৈয়দ ফজলুল হক কলেজে (এস এফ সি) আনন্দ ও উৎসবমুখর পরিবেশে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ-১৪৩২। সোমবার (১৪ এপ্রিল) সকালে পাথরঘাটার (লেমুয়া) সৈয়দ ফজলুল হক কলেজে ক্যাম্পাসে নানা কর্মসূচি আয়োজন করা হয়। নববর্ষের বিভিন্ন আয়োজনের মধ্যে ছিলো ছাত্র, শিক্ষক, অভিভাবক, কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে কলেজের মাঠ প্রাঙ্গণে বিভিন্ন রকম ডিসপ্লে,আলোচনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। নববর্ষ উপলক্ষে রং-বেরঙের পতাকা, বেলুন, ফেস্টুন, ব্যানার ইত্যাদি দিয়ে নয়নাভিরাম সজ্জায় সজ্জিত করা হয়েছিলো কলেজ প্রাঙ্গণ।

সবুজ-শ্যামলিমাময় সুবিশাল ক্যাম্পাস হয়ে উঠেছিলো নান্দনিক সৌন্দর্যে অতুলনীয়। মনমাতানো গানের তালে তালে আনন্দ-উল্লাসে মেতে উঠেছিলো সবাই। নববর্ষ উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ মোঃ জিয়াউল করিম এবং উপস্থিত ছিলেন প্রভাষক বেলাল হোসেন জাহিদ,প্রভাষক গোপাল চন্দ্র দাস, প্রভাষক পলাশ চন্দ্র গাইন, মোসাঃ সামিরা ই সেতু প্রর্দশক সহো আরো অনেকে। প্রধান অতিথি উপস্থিত সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানান এবং নববর্ষের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশমাতৃকার সেবায় আত্মনিয়োগ করার জন্য উদাত্ত আহ্বান জানান। তিনি অনুষ্ঠান উপভোগ করার জন্য সবার প্রতি অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং অনুষ্ঠানের সফল করার জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।