lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
Last Updated 2025-04-07T04:04:22Z
অনিয়ম - দুর্নীতিমানববন্ধন

পঞ্চগড় নবারুণ দ্বি মুখী উচ্চ বিদ্যালয়ে নানান অনিয়মের বিরুদ্ধে এলাকাবাসীর বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন

Advertisement


 


মোছাঃ আছমা আক্তার আখি, পঞ্চগড় জেলা প্রতিনিধি:

 কেন্দ্রীয় বিএনপির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও সদস্য সচিব পঞ্চগড় জেলা বিএনপি এর  নেতা আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ এর বিরুদ্ধে, মাই ওয়ান শোরুমের মালিক কালিয়াগঞ্জ ইউনিয়নের বাসিন্দা, নূর ইসলাম হেলাল,সোশাল মিডিয়ায় ফ্যাসিবাদ সরকারের দোসোরেরা  মিথ্যা ও বানোয়াট সম্মানহানি জনক  অপপ্রচার  চালায়।



 তারই  প্রতিবাদে পঞ্চগড় বোদা উপজেলা কালিয়াগঞ্জ ইউনিয়নের মহাসড়কে ঘন্টা ব্যাপী কয়েক শতাধিক এলাকাবাসী মানববন্ধনে অংশ গ্রহণ করেন। এবং মানববন্ধনে বক্তারা বলেন বিগত আওয়ামী লীগ সরকার এর আমলে কালিয়াগঞ্জ নবারুন দ্বি মুখি উচ্চ বিদ্যালয় অবৈধ্য ভাবে ৫০ লক্ষ টাকার নিয়োগ বাণিজ্য ও বিদ্যালয়ের সম্পত্তি লুটপাট ভোগ দখল কারি, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আসাদুল ইসলাম আসাদ, ও এডোক কমিটির সভাপতি নুর ইসলাম হেলাল কে বিদ্যালয় থেকে  অপসারণ করার দাবিতে আজকের এই মানববন্ধন। 



 মানববন্ধনটি  অনুষ্ঠিত হয়েছে, (৬ এপ্রিল ২০২৫ রবিবার) দুপুর ১২ টার সময় পঞ্চগড় বোদা উপজেলার কালিয়াগঞ্জ ইউনিয়ন সংলগ্ন মহাসড়কে প্রায় কয়েক শতাধিক এলাকাবাসী এসব ফ্যাসিবাদ সরকারের দোসরদের  বিরুদ্ধে মানববন্ধনে অংশগ্রহণ করেন। 



মানববন্ধনে অংশগ্রহণকারীদের দাবি, আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ কে নিয়ে নুর ইসলাম হেলাল, ফেসবুকে যে অপমানজনক পোস্ট করেছেন এজন্য তাকে নেতার কাছে ক্ষমা চাইতে হবে এবং এডোক কমিটির সভাপতি পদ থেকে আজকেই তাকে অপসারণ করতে হবে তা না হলে আগামীতে এর চাইতেও ভয়ানক পরিস্থিতি তার জন্য অপেক্ষা করবে।  



এছাড়াও  ফ্যাসিবাদ সরকারের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আসাদুল ইসলাম আসাদ, এর অপসারণ সহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। মানববন্ধনে  এলাকাবাসীর পক্ষ, থেকে অনেকেই বক্তব্য রাখেন। 


 এ সময় বিক্ষুপ্ত জনতা ও পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন পঞ্চগড় বোদা উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান আসাদুল্লাহ আসাদ,  ও কালিগঞ্জ ইউনিয়ন বিএনপি'র সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রাজ্জাক প্রমুখ।