lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫
Last Updated 2025-04-27T10:11:19Z
আইন ও অপরাধ

বোয়ালমারীতে ধর্ষণ মামলার আসামী ১৯ দিন পর গ্রেপ্তার

Advertisement


 


বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: 

ফরিদপুরের বোয়ালমারী থানায় ধর্ষণ মামলা হওয়ার ১৯ দিন পর ধর্ষক মুকুল শেখকে (৪৮) র‍্যাবের  সহযোগিতায়  গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (২৭ এপ্রিল) আসামী মুকুল শেখকে ফরিদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।



থানা সূত্রে জানা যায়, চলতি মাসের ৮ এপ্রিল মঙ্গলবার রাতে কিশোরী (১৩) ধর্ষণের ঘটনায় তার বাবা মঙ্গল ঠাকুর বাদী হয়ে থানায় ধর্ষণ মামলা করেন। মামলার পর থেকে আসামি মুকুল শেখ পলাতক ছিল। গত শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে ফরিদপুর র‍্যাবের সহযোগিতায় মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আব্দুর রশিদ ফরিদপুরের মধুখালী উপজেলায় আলতু খাঁ জুটমিলের সামনে ফরিদপুর -মাগুরা সড়কের ওপর থেকে তাকে গ্রেপ্তার করে।



থানা অফিসার ইনচার্জ মাহমুদুল হাসান বলেন, ধর্ষণ মামলার আসামি মুকুল শেখকে গ্রেপ্তার করে রবিবারে ফরিদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।


উল্লেখ্য উপজেলার দাদপুর ইউনিয়নের কমলেশ্বরদী এলাকায় বাড়ির পাশে সরিষার ক্ষেতে শাক তুলতে গিয়ে এক কিশোরী (১৩) ধর্ষণের শিকার হয়। ধর্ষণের ঘটনায় ওই কিশোরীর বাবা বাদি হয়ে বোয়ালমারী থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। মামলা নাম্বর ১৪। ধারা ৯/১।