lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
শনিবার, ৫ এপ্রিল, ২০২৫
Last Updated 2025-04-05T08:34:54Z
মতবিনিময় সভা

পাবনায় এনজিও প্রতিনিধিদের সাথে শিমুল বিশ্বাস'র মতবিনিময় সভা অনুষ্ঠিত

Advertisement


 

আলমগীর কবীর হৃদয় (পাবনা জেলা প্রতিনিধি):-

৪ এপ্রিল শুক্রবার রাত  ৮ টায় মিডিয়া সেন্টার পাবনা অডিটোরিয়ামে পাবনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও বাংলাভিশনের জেলা প্রতিনিধি সাংবাদিক আখিনূর ইসলাম রেমন এর সঞ্চালনায়, বাঁচতে চাই সমাজ উন্নয়ন সমিতি র নির্বাহী পরিচালক আব্দুর রব মন্টুর সভাপতিত্বে পাবনায় কর্মরত এনজিও প্রতিষ্ঠানে কর্মরত প্রতিনিধির সাথে প্রধান অতিথি হিসেবে  বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী এডভোকেট সামছুর রহমান শিমুল বিশ্বাস পাবনা জেলার এনজিও প্রতিষ্ঠানের বর্তমান অবস্থা ও করণীয় কী এ বিষয়ে মতবিনিময় করেন।

অনুষ্ঠানে পাবনা জেলার ১৮ টি এনজিও'র নির্বাহী ও পরিচালকগন উপস্থিত ছিলেন। উপস্থিত থেকে অনুষ্ঠানে বক্তব্য রাখেন পাবনা প্রতিশ্রুতির নির্বাহী পরিচালক খালিদ হাসান টিপু, পিসিডির নির্বাহী পরিচালক শফিকুল আলম, সৎসঙ্গের নির্বাহী পরিচালক নরেশ মধু, ওসাকার উপপরিচালক   মাজহারুল ইসলাম, আসাসের নির্বাহী পরিচালক আবু হানিফ, সুচিতার নির্বাহী পরিচালক নাসরীন পারভীন,  পাবনা প্রগতি সংস্থার নির্বাহী পরিচালক আব্দুস ছালাম, বাংলাদেশ মহিলা পরিষদ পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক কামরুন্নাহার জোসনা, দর্পনের সমন্বয়কারী আনোয়ার হোসেন, পড়শীর নির্বাহী পরিচালক মালা সরকার, কারিগরি সংস্থার নির্বাহী পরিচালক মনোয়ারা বেগম, নাজিরপুর মহিলা সংস্হার নির্বাহী পরিচালক নাজিরা পারভীন,উদ্দীপনার নির্বাহী পরিচালক আলেয়া ইয়াসমিন  প্রমুখ।