lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫
Last Updated 2025-04-17T04:16:58Z
ব্রেকিং নিউজ

পঞ্চগড়ে শিক্ষক কর্তৃক ছাত্রী শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টার অভিযোগ

Advertisement


 


পঞ্চগড় প্রতিনিধি: 

পঞ্চগড় পৌর শহরে অবস্থিত সুনামধন্য সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রীকে পঞ্চগড় বালিকা উচ্চ বিদ্যালয়ের গণিত শিক্ষক  মোস্তাফিজুর রহমান, সুকৌশলে ধর্ষণের চেষ্টা করেন। 

এমনতা অবস্থায় স্থানীয়রা বিষয়টি জানতে পেরে ঘটনা স্থল থেকে হাতেনাতে শিক্ষক মোস্তাফিজুর রহমানকে আটক করে এবং পঞ্চগড় জেলা প্রশাসক এর কাছে নিয়ে যাওয়ার সময়  উত্তেজিত জনতা তাকে গণধোলাই দেয়। 


জানা যায় পঞ্চগড় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের এই শিক্ষক এর আগেও এমন ঘটনা ঘটিয়েছে কিন্তু তারপরেও তাকে এই বিদ্যালয়ে চাকরিতে বহাল রেখেছেন কর্তৃপক্ষ। 


বুধবার ১৬ই এপ্রিল  একই ঘটনায় তাকে আবার হাতেনাতে আটক করে গণধোলাই দেওয়া হয়। 


বিষয়টি ফেসবুকে ছড়িয়ে গেলে পঞ্চগড় সদর থানা পুলিশ জেলা প্রশাসক এর কার্যালয়ের সামনে থেকে তাকে উদ্ধার করে থানা হেফাজতে রাখেন। 


এ বিষয়ে পঞ্চগড় সদর থানার তদন্ত অফিসার সোহরাওয়ার্দী সাংবাদিকদের জানান বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে। 

এ বিষয়ে স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান সে দীর্ঘদিন থেকে তার কোচিং সেন্টারে গার্লস স্কুলের বিভিন্ন ছাত্রীদের মোবাইলে ব্ল্যাকমেন করে  ধর্ষণের চেষ্টা চালাতে দেখা গেছে। 


আজ আমরা তাকে হাতেনাতে ধরে  আইনি ব্যবস্থা নেওয়ার জন্য থানার হেফাজতে দিয়েছি।  কেননা আমাদের পঞ্চগড়ে একমাত্র সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভাবমূর্তি নষ্ট করে বিদ্যালয়টির বদনাম করেছে। আমরা তার সর্বোচ্চ শাস্তির দাবি জানাচ্ছি।