lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
Last Updated 2025-04-08T04:38:35Z
ব্রেকিং নিউজ

সুজানগরে অসহায় বিধবা পরিবার কে জামায়াতে ইসলামীর বসতঘর প্রদান

Advertisement


  


এম মনিরুজ্জামান, পাবনা: "মানুষ মানুষের জন্য" আর সেই মানুষের বিপদের সময় পাশে থেকে সহযোগিতা করাই মানুষের ধর্ম। মানুষকে ভালোবাসার মাঝেই আনন্দ খুঁজে পাওয়া যায়। এ রকম স্বপ্ন যে সংগঠনটি লালন করেন সেই সংগঠনটি হলো  বাংলাদেশ জামায়াতে ইসলামী বলে জানালেন স্থানীয়রা। সংগঠনটি পাবনার সুজানগর উপজেলার মানিকহাট ইউনিয়নের উলাট গ্রামের মোছাঃ সাবিনা খাতুন  নামে এক অসহায় বিধবা নারীকে উপহার হিসেবে নতুন একটি বসবাসের ঘর নির্মাণ করে দিয়ে অনন্য এক মানবতার দ্বার উন্মোচন  করেছেন । শুধু তাই নয় এ অসহায় পরিবারের সন্তানদের পড়ালেখার দায়িত্বভার নিয়েছে জামায়াত। স্থানীয় এলাকাবাসী জানায়, সাবিনা খাতুনের স্বামী ভুট্রো মোল্লা ছিলেন একজন দরিদ্র দিনমজুর। ভুট্রো মোল্লা  মারা যাওয়ার পর একটি ছোট ছাপরা ঘরে ৩ সন্তানকে নিয়ে অনেক  কষ্টে দিন যাপন করছিলেন তার স্ত্রী সাবিনা খাতুন। বিষয়টি জামায়াতের নেতৃবৃন্দের নজরে আসলে পরে উপজেলা জামায়াত সংগঠনটির নিজস্ব অর্থায়নে এ ঘর নির্মাণ করে দেন।  এদিকে  সমাজের  অসহায়  ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর এ ধরণের মহৎ উদ্যোগ স্থানীয় সর্বস্তরের মানুষের মধ্যে প্রশংসিত হয়েছে। রোববার বিকেলে এ ঘর প্রদান উপলক্ষ্যে  আয়োজিত  এক অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাবনা-২ আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও সুজানগর উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক কেএম হেসাব উদ্দিন। এ সময়  উপজেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য ও পৌরসভার সাবেক কাউন্সিলর মোস্তাফিজুর রহমান মোস্তাক, উপজেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য ও পৌরসভার সাবেক কাউন্সিলর ওয়ালিউল্লাহ বিশ্বাস, মানিকহাট ইউনিয়ন জামায়াতের আমীর  লিয়াকত আলী, সহকারী অধ্যাপক  ইদ্রিস আলী,  সমাজসেবক জহুরুল ইসলাম, জামায়াত নেতা মাওলানা আহসানউল্লাহ, আতাউর রহমান সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ সময় সুবিধাভোগী নারী সাবিনা খাতুন নতুন বসতঘর পেয়ে আবেগ আপ্লুত হয়ে জানান, আমার এ খুশি প্রকাশ করার মতো নয়। যারা বিপদের সময় আমার পাশে এসে দাঁড়ালেন সারা জীবন আমি তাদের জন্য দোয়া করবো। তিনি  আরো জানান, তার স্বামীর মৃত্যুর পর টাকা উপার্জন করার মতো সংসারে কোন লোক নেই । আমি নিজে কাজ করে সন্তানদের মুখে একমুটো ভাত তুলে দেই।  মাথা গোঁজার কোনো ঠাঁই ছিল না,আমাকে ঘরটি নির্মাণ করে দেওয়ায় আমি অনেক আনন্দিত। এ বিষয়ে পাবনা-২ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও সুজানগর উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক কেএম হেসাব উদ্দিন বলেন, জামায়াত  প্রতিষ্ঠার পর থেকে  দ্বীন কায়েমের চেষ্টা ও মানুষের কল্যাণে  কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও  এমন মহৎ কাজ অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। উল্লেখ্য,এদিন ওই গ্রামের আরো ৪জন অসহায় মানুষের মাঝে ছাগল বিতরণ করে জামায়াত।