lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫
Last Updated 2025-04-24T15:32:09Z
ব্রেকিং নিউজ

শ্যামনগরে ব্যতিক্রমী এক কর্মশালায় পুরুষদের ধারনা, নারীদের অগ্রসরে প্রয়োজন পুরুষদের সহযোগিতা

Advertisement


 

পরিতোষ কুমার বৈদ্য,শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি:

সিসিডিবি একটি উন্নয়নমুলক বেসরকারি সংস্থা। সংস্থাটি মানুষের উন্নয়নের লক্ষ্যে ১৯৭২ সাল থেকে কাজ করছে। সিসিডিবি-এনগেজ প্রকল্প নারীদের নেতৃত্ব উন্নয়নের লক্ষ্যে বুড়িগোয়ালিনী, মুন্সিগঞ্জ, পদ্মপুকুর ও কৈখালী ইউনিয়নে কাজ করছে।


২৪ এপ্রিল সকাল ৯:০০ টায় শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জে সিসিডিবি-এনগেজ প্রকল্প অফিসে প্রকল্পের নারী সদস্যদের স্বামীদের নিয়ে ২য় ব্যাচে ১ দিন ব্যাপী পুরুষ সংবেদনশীল কর্মশালার আয়োজন করা হয়।

উক্ত কর্মশালায় উপস্থিত ছিলেন সিসিডিবি এর কমিউনিকেশন সমন্বয়কারী প্রবীর কুমার দাস, এনগেজ প্রকল্পের প্রোগ্রাম অফিসার নিলীমা রাণী, প্রকল্পের অন্যান্য কর্মীবৃন্দ ও এনগেজ প্রকল্পের সদস্যদের স্বামীরা।

মোঃ নাঈম হোসেন বলেন, এমন একটি প্রশিক্ষণ পেয়ে অনেক ভালো লেগেছে। তিনি প্রশিক্ষণ থেকে উদ্বুদ্ধ হয়ে বলেন, পরিষদের যে দুগ্ধকর্নার আছে সেটা কিভাবে সচল করা যায় তা নিয়ে পরিষদে কথা বলবেন। 

অনুষ্ঠানটি ফ্যাসিলিটেড করেন অর্পনা মল্লিক, প্রতিমা জোয়াদ্দার। সর্বোপরি প্রোগ্রাম অফিসার নিলীমা রানী বিভিন্ন বিষয় নিয়ে কর্মশালায় আলোচনা করেন।