Advertisement
পোরশা (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর পোরশায় ওয়ারেন্ট ও সরকারি জমির দখলের মামলায় তিন আসামীকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছে থানা পুলিশ।
গতকাল গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেন।আসামীরা হলেন উপজেলার শিশা কোলাপাড়া গ্রামের ওয়ারেন্ট ভুক্ত আসামী মৃত মোহাম্মদ মন্ডলের ছেলে শহিদুল ইসলাম (৩৫) ও জোর পূর্বক সরকারি জমি দখল মামলার আসামী নিতপুর ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের নজরুল ইসলামের দুই ছেলে মোহাম্মদ বাবু (৩৫) ও সেলিম আহমেদ (২৮) ।
পোরশা থানার অফিসার ইনচার্জ আবু বকর ছিদ্দিক জানান, পৃথক পৃথক অভিযান চালিয়ে গতকাল শুক্রবার তাদের নিজ নিজ বাড়ি থেকে আটক করে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।