lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫
Last Updated 2025-04-15T12:57:23Z
আইন ও অপরাধ

মান্দায় দশম শ্রেণির ছাত্রীকে অপহরণের অভিযোগ

Advertisement




আল আমিন স্বাধীন, মান্দা (নওগাঁ ) প্রতিনিধি :

নওগাঁর মান্দায় সনাতন ধর্মাবলম্বী দশম শ্রেণির এক ছাত্রীকে (১৪) অপহরণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনায় প্রধান অভিযুক্তসহ তিনজনের বিরুদ্ধে আজ মঙ্গলবার মান্দা থানায় মামলা করা হয়েছে।

অভিযুক্তরা হলেন, উপজেলার কালিনগর গ্রামের নুর নবী (১৯) ও আব্দুল জলিল (৪৫) এবং চকদেবীরাম গ্রামের আকাশ হোসেন (২০)।

মামলা সূত্রে জানা গেছে, ভিকটিম স্থানীয় উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। বিদ্যালয় ও প্রাইভেটে যাতায়াতের পথে বখাটে আকাশ হোসেনের সহায়তা প্রধান অভিযুক্ত তাকে প্রেমের প্রস্তাবসহ বিভিন্নভাবে উত্যক্ত করে আসছিল। প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ওই ছাত্রীকে অপহরণসহ ভয়ভীতি দেখানো হয়। বিষয়টি অভিযুক্ত নুর নবীর পরিবারকে অবহিত করা হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।    

ভিকটিমের বাবা বলেন, গতকাল সোমবার সকাল সাড়ে ৮টার দিকে আমার মেয়ে প্রাইভেট পড়ার জন্য বাড়ি থেকে বেরিয়ে যায়। পথে ‘মিলন সংঘ’ ক্লাবের কাছে পৌঁছলে আগে থেকে ওত পেতে থাকা আসামিরা একটি সিএনজি চালিত অটোরিকশায় তুলে মেয়েকে অপহরণ করে নিয়ে যায়। ঘটনায় তিনজনের বিরুদ্ধে মান্দা থানায় মামলা করেছি।’

এ প্রসঙ্গে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, স্কুলছাত্রী অপহরণ সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি। ভিকটিমকে উদ্ধারসহ জড়িতদের গ্রেপ্তারে কাজ করছে পুলিশ।